ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি আর্জেন্টিনা ফুটবল দলের অন্ধভক্ত। বিশ্বকাপ চলাকালে পরীমণি ঘোষণা দিয়েছিলো যে মেসির বিশ্বকাপ জয় পাওয়ার পর তাদের দেশ আর্জেন্টিনা ঘুরতে যাবেন নায়িকা পরীমণি। তবে পরীমণি কবে যাবেন সে বিষয়ে স্পষ্টত কোনো তথ্য দেননি অভিনেত্রী পরীমণি ।
তবে বুধবার (২১ ডিসেম্বর) সংবাদমাধ্যমকে পরীমণি জানিয়েছেন, ছেলের বয়স যখন ছয় মাস পার হবে তখন আর্জেন্টিনা ভ্রমণে যাবেন অভিনেত্রী পরীমণি।
সংবাদমাধ্যমকে পরীমণি বলেছেন, প্রিয় দল আর্জেন্টিনার জয়ের ব্যাপারে সবসময় তিনি আশাবাদী ছিলেন। পরীমণি বলেন আমার ভক্তদের সাথে আমার অনুভূতির কথা শেয়ার করতে এক মুহূর্তও দেরি করিনি আমি । প্রিয় দল আর্জেন্টিনা জিতেছে, তাই ছেলের বয়স যখন ছয় মাস পার হবে আমি তাদের দেশ ভ্রমণে যাব। এখন আমার সন্তানের বয়স মাত্র চার মাস। ছয় মাস বয়স পার হলেই আমারা আর্জেন্টিনা যাওয়ার পরিকল্পনা করছি।
তবে বলতেই হয় ছোটবেলা থেকেই পরীমণি ফুটবলের খুব ভক্ত এবং নিওনেল মেসি পরীমণির সবচেয়ে পছন্দের খেলোয়াড়।
এদিকে আগামী ২০ জানুয়ারি পরীমণি অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ নামক নতুন সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। সরকারি অনুদানে সায়েন্স ফিকশন লেখক ও খ্যাতিমান শিশুসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে নির্মিত হয়েছে পরীমণি অভিনীত এ সিনেমাটি।