বিশ্বকাপ জয়ের পর সমালোচনার জন্ম দিয়েছিলেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এবার ফ্রান্সে মেসির ক্লাব জার্সির অবমাননা করে একটি পানশালার বারের প্রবেশ দরজায় মেসির ৩০ নম্বর জার্সি পাপোশ হিসেবে পেতে দিয়েছে।দেখা যাচ্ছে বিশ্বকাপ শেষ হলেও টুর্নামেন্টকে ঘিরে উত্তাপ যেন কমছেই না।
তবে এরমধ্যেই এক অস্বস্তিকর খবর যে মেসির ৩০ নম্বর জার্সি পাপোশ হিসেবে পেতে দিয়েছে ফরাসিরা। বারের দরজার পাশে একটি বোর্ড রাখা হয়েছে। যাতে লেখা আছে ‘ভেতরে প্রবেশ করার আগে পা মুছতে ভুলবেন না। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ও ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়লে পানশালার বার কর্তৃপক্ষকে সমালোচনা করেছেন ফুটবল ভক্তরা।
আবার কেউ কেউ সমালোচনা করেছে যে, মেসির জাতীয় দলের জার্সি না দিয়ে পিএসজি’র জার্সি কেন মেঝেতে পাতা হলো।মূলত প্যারিসের ক্লাব পিএসজির হয়ে খেলেন মেসি। ফরাসি সমর্থক ফাইনালে মেসির দেশের কাছে হার মেনে নিতে পারেনি।তাই ক্ষোভ প্রকাশ কওে জার্সি পাপোশ হিসেবে পেতে দিয়েছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা মেসির পিএসজি জার্সির অবমাননা করা হয়েছে বলে ‘বার্সা কপিকর্ন’ নামের টুইট শেয়ার করে।
কিংবদন্তি ফুটবলারের মেসির সাথে ঘৃণ্য এমন ঘটনার নিন্দা জানায় তার ভক্তরা। মেসি যেখানে প্যারিসের হয়ে খেলেন সেখানে তার ক্লাব জার্সির অপমান মেনে নিতে পারেননি তাঁর ভক্তরা।
অন্যদিকে কোচ দিদিয়ের দেশম বিশ্বকাপের ফাইনালের আগে জানিয়েছিলো, ফ্রান্সের সমর্থক চান মেসির হাতেই বিশ্বকাপ উঠুক । তবে মেসিকে নিয়ে এমন ঘটনা ঘটার পর সমর্থকরা তিব্র নিন্দা জানিয়েছেন।
কিছু আগে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের বিতর্কিত কর্মকাণ্ডে বেশ সমালোচিত হন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এরপর বুয়েনোস আইরেসে ট্রফি পাওয়ার আনন্দ উদযাপনের সময়ও এমবাপ্পেকে নিয়ে ঠাট্টা করা হয়েছে।