নতুন বছর শুরু হওয়ার আগেই গুগোল কর্মীদের জন্য দুঃসংবাদ নিয়ে এলো গুগল। সম্প্রতি বিশ্বের জায়েন্ট টেক প্রতিষ্ঠান গুগল জানিয়েছে যে নতুন বছরে প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাই করার পরিকল্পনা রয়েছে তাদের।
এরই মধ্যে বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশের পর একাধিক কর্মী কর্তৃপক্ষের কাছে চিঠি লিখে নিজেদের অবস্থান তুলে ধরেছেন। মূলত তাদের খরচ কমানোর লক্ষ্যে যে পদ্ধতিতে কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করছে তার বিরুদ্ধেই অভিযোগ করছে গুগল কর্মীরা।
জানা যায় যে বিশ্বের জনপ্রিয় জায়েন্ট প্রতিষ্ঠান গুগোল নতুন বছরে কর্মী ছাঁটাইয়ের ক্ষেত্রে একটি বিকল্প পদ্ধতি চালু করতে যাচ্ছে। মূলত সময়ের সাথে সাথে তাল মিলিয়ে যেসব কর্মীরা কাজ করতে পারছেন না এমন কর্মীদের খুঁজে বের করবে গুগোল রিভিউজ অ্যান্ড ডেভলপমেন্ট পদ্ধতি এবং পরবর্তীতে এসব কর্মীদের চিহ্নিত করে গুগল কর্তৃপক্ষ নির্দেশনা অনুযায়ী ছাটাই প্রক্রিয়া শুরু করা হবে।
তবে গুগোল কর্মীরা দাবি করছে যে গুগলের নতুন ছাঁটাই করার পদ্ধতিতে ব্যবস্থাপক দের উপর চাপ সৃষ্টি হয়েছে। মূলত নতুন পদ্ধতির ফলে গুগল কর্তৃপক্ষ গুগলের প্রত্যেক ব্যবস্থাপককে জানিয়ে দিয়েছে যে তারা যেন তাদের বিভাগ থেকে নির্দিষ্ট পরিমাণ কর্মী ছাঁটাই করে দেয়।
এভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যেই অনেক কর্মী চাকরি হারাবেন বলে মনে করছেন গুগল কর্মীরা। যা গুগল কর্মীদের জন্য সত্যি নতুন বছরের দুঃসংবাদ।
ইতিমধ্যে প্রথমে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে যে নতুন বছরে খরচ কমানোর জন্য জায়ান্ট প্রতিষ্ঠান গুগল নতুন পদ্ধতিতে কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। যার জন্য ইতিমধ্যেই বেশ কয়েকটি অফিস বন্ধ করে দিয়েছে গুগোল।
এছাড়াও গুগলে বাৎসরিক বাজেট ও কাটছাঁট করা হয়েছে। চলতি বছরেও একাধিকবার কর্মীদের হুঁশিয়ারি দিয়েছিলেন গুগলের সিইও সুন্দর পিচাই।
তার মতে প্রতিষ্ঠানটিতে যে পরিমাণ কর্মী রয়েছে সে অনুযায়ী গুগোল এ কাজ হচ্ছে না। এছাড়া কর্মীদের কাজের মান বাড়ানোর জন্য আরো মনোযোগী হতে হবে বলে তিনি দাবি করেন।