রাশিয়ান বাহিনীর দখলে থাকা দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন রাশিয়ান সেনা নিহত হওয়ার পর রাশিয়া জুড়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এ ঘটনার জন্য দায়ী রুশ জেনারেলদের শাস্তি দাবি করেছেন কয়েকজন আইনপ্রণেতা ও রুশ জাতীয়তাবাদী।
বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স ,এএফপি।
গত বছরের ফেব্রুয়ারি মাসে রাশিয়া-ইউক্রেন এর উপর হামলা করে এতে এখন পর্যন্ত উভয় পক্ষের ব্যাপক হতাহতের ঘটনা ঘটলো রাশিয়া এখন পর্যন্ত এ বিষয়ে কোনো তথ্য দেয়নি। গতকাল সোমবার ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়, দোনেৎস্কের মাকিভকা অঞ্চলে একটি রুশ সেনাঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় চার শতাধিক রুশ সেনা নিহত হয়েছেন।
শুরুতে রাশিয়া হামলার কথা স্বীকার করলেও হতাহতের কথা জানায়নি। পরে ক্রেমলিনের পক্ষ থেকে ৬৩ সেনা নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়। মূলত যুদ্ধ শুরু হওয়ার পর একক হামলায় এত সেনা নিহতের ঘটনা এই প্রথম। ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার পক্ষ থেকে আলোচনার বিষয়ে কথাবার্তার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। এসময় রাশিয়া অভিযোগ করেছে যে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া ক্ষেপণাস্ত্র দিয়েই ইউক্রেন এই হামলা চালিয়েছে।
পূর্ব ইউক্রেনে রুশ বাহিনীর সাবেক কমান্ডার ও জাতীয়তাবাদী সামরিক ব্লগার ইগর গিরকিন বলেন, ‘মাকিভকায় সেনাঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় শতাধিক রুশ সেনা হতাহত হয়েছেন বলে মনে হচ্ছে। ক্ষয়ক্ষতি হয়েছে সামরিক সরঞ্জামের।’
অন্যদিকে রুশ সামরিক ব্লগার তার টেলিগ্রাম পৌঁছে জানিয়েছে যে সম্প্রতি রুস বাহিনীর উপর হামলার ঘটনা ঘটেছে তা এককথায় ভয়াবহ এবং একটি ভবনে এত সংখ্যক সেনা একসাথে রাখা পুরোপুরি একটি ভুল সিদ্ধান্ত ছিল রাশিয়ান জেনারেলদের। নিরাপত্তার বিষয়ে কমান্ডারদের উদাসীন থাকা উচিত নয়।
তবে এ ঘটনার পরে রাশিয়া আইন প্রণেতাদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ও পশ্চিমা সামরিক জোট ন্যাটো উপর প্রতিশোধ নেওয়ার পাশাপাশি এ ঘটনায় দায়িত্বে অবহেলার জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত এবং পরবর্তীতে শাস্তির দাবি জানিয়েছে।
রাশিয়ার আইনপ্রণেতা ও সিনেটের সাবেক চেয়ারম্যান সের্গেই মিরোনোভ এ ঘটনায় রুশ বাহিনীর নিরাপত্তায় ঘাটতি ছিল বলে অভিযোগ তুলেছেন। এ সময় তিনি বলেন যে, উক্ত এলাকার সেনা কর্মকর্তারা বিষয়টিকে অবহেলা করেছে এজন্যই এত বড় একটি হামলার ঘটনা ঘটেছে। এজন্য অবশ্যই দায়ী ব্যক্তিদের শনাক্ত করে বিচারের আওতায় আনা উচিত।
এরইমধ্যে ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে যে গতকাল রাশিয়া সেনাবাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভে সহ বিভিন্ন বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে।