চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে দুই দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর একটি টিম এ অভিযান পরিচালনা করে। আটককৃতরা হলেন, রাজীব বৈদ্য (২৮) ও হাসান (২২)। আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের পরে পুলিশে দেয় দুদক টিম।
দুদকের হটলাইন-১০৬ এ পাওয়া অভিযোগের সূত্র ধরে এ অভিযান চালানো হয়ে বলে জানিয়েছেন দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক ফয়সাল কাদের।
তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রোগী সেজে চমেক হাসপাতালে অভিযান চালানো হয়। অভিযানে হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে দুই দালালকে হাতেনাতে আটক করা হয়। আটকরা ওষুধ কিনে দেওয়ার কথা বলে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে প্রতারণা করে আসছিল।