ইন্টারনেট ব্যবহারকারীরা বরাবরই চায় তাদের সংযোগ সব সময় ভালো থাকে। আপনি ইন্টারনেটের মাধ্যমে কোনো একটা জরুরি কাজে বসেছেন কিংবা জরুরি কোনো ভিডিও কলে আছেন এমন সময় যদি ওয়াই-ফাই সংযোগ ধীরগতির হয় তখন নিশ্চিত মেজাজ বিগড়ে যাবে আপনার। এমনটা হওয়াই স্বাভাবিক।
আমরা ওয়াই-ফাইয়ের মাধ্যমে ইন্টারনেটের যে গতি পাই, সেটা নির্ধারিত গতি থেকেও কম। তাই বৃটিশ গণমাধ্যম ডেইলি মেইল পাঁচটি উপায় বের করেছে। এই উপায়গুলোর মাধ্যমে সহজেই গতি বাড়বে ৫০ শতাংশ :
আপনার রাউটার ওপরে এবং খোলা জায়গায় রাখুন
অনেকেই ইন্টারনেটের রাউটার টেবিলের ওপরে রাখেন। ফলে আশপাশে ভারী বস্তু বা আসবাব থাকার কারণে ওয়াই-ফাইয়ের সিগন্যালের গতি কমে যায়। এ সমস্যা সমাধানে ঘরের মাঝামাঝি স্থানে মেঝে থেকে ওপরের দিকে রাউটার রাখতে হবে। এতে ঘরের সব দিকে সমানভাবে ওয়াই-ফাই সিগন্যাল পাওয়া যাবে। তবে জানালার পাশে রাউটার রাখা যাবে না। এতে রাউটারের সিগন্যাল ঘরের বাইরে পাওয়া গেলেও ভেতরে ঠিকমতো পাওয়া যাবে না।
চ্যানেল পরিবর্তন
সব রকম রাউটারই চ্যানেল বা ফ্রিকোয়েন্সির মাধ্যমে সংকেত পাঠায়। এই চ্যানেলের কারণেও অনেক সময় রাউটারের গতি কমে যেতে পারে। বিশেষ করে আপনি যে ভবনে থাকেন, সেখানে আরও অনেকেই আলাদা ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার করতে পারেন। এখন তাদের ব্যবহার করা রাউটারও যদি একই চ্যানেল বা ফ্রিকোয়েন্সি ব্যবহার করেন, তবে আপনার ওয়াই-ফাইয়ের গতি কমে যাবে। এ সমস্যা সমাধানে রাউটারের চ্যানেল পরিবর্তন করতে হবে।