২৬ মার্চ ২০২৩, রবিবার, ০১:৪২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
আরাভ খানকে আটকের তথ্য জানা নেই, জানালেন আইজিপি হাসপাতালের টয়লেটে নবজাতক রেখে পালিয়ে গেছে এক মা, শিশুটির অবস্থা আশঙ্কাজক বাড়ি থেকে ডেকে নিয়ে প্রকাশ্যে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা ৫৫ কেজি গাঁজা-৪০ বোতল ফেনসিডিলসহ দুই ব্যবসায়ী গ্রেফতার খালার জানাজা শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল আপন দুই ভাইয়ের ফেসবুকে প্রেম, ৭১ বছরে এসে বিয়েটা করেই ফেললেন অধ্যাপক শওকত আলী যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাত, নিহত হয়েছেন প্রায় ২৩ জন আ’লীগ নেতাকর্মীদের ইফতার মাহফিল না করার নির্দেশ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুমার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে আ.লীগ নেতাকে গুলি করে হত্যা প্রকৌশলীকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে
সিলেটে বিমানবন্দরে উড্ডয়ন সময়ের উড়োজাহাজের চাকা পাংচার, ওসমানিতে বিমান ওঠানামা বন্ধ
সিলেট প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২০২৩-০২-০৩
সিলেটে বিমানবন্দরে উড্ডয়ন সময়ের উড়োজাহাজের চাকা পাংচার, ওসমানিতে বিমান ওঠানামা বন্ধ

সিলেটে বিমানবন্দরে উড্ডয়ন সময়ের বিকট শব্দে বিমানের একটি বোয়িং উড়োজাহাজের চাকা পাংচার হয়েছে। এসময় পুরো উজোহাজে ঝাঁকুনি শুরু হয়। এতে আতঙ্কিত হয়ে পড়েন উড়োজাহাজটির ১৪৮ যাত্রী। তবে যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। আজ শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে সিলেট এমএএজি ওসমানী বিমানবন্দরেরর রানওয়েতে এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ রয়েছে। ওসমানী বিমানবন্দর সূত্রে জানা যায়, বিমানের বোয়িং-৭৩৭ উড়োজাহাজটি ১৪৮ জন যাত্রী নিয়ে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্য দুপুর ১২টা ৫৫ মিনিটে উড্ডয়নের কথা ছিলো।

উড়োজাহাটি রানওয়েতে যাত্রা শুরুর পরপরই বিকট শব্দে পেছনের চাকা ফেটে যায়। এসময় পুরো উড়োজাহাজে তীব্র ঝাঁকুনি সৃষ্টি হয়। যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এই বিমানের যাত্রী মোস্তাক হায়াত খান বলেন, ‘হঠাৎ করে বিকট শব্দ হয়। এরপর বিমানটিতে ঝাঁকুনি শুরু হয়।

যাত্রীদের সবাই আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনার পর প্রায় ৪০ মিনিট আমরা বিমানের ভেতরে আটকে ছিলাম। পরে আমাদের বিমানবন্দরের লাউঞ্চে আনা হয়।’ ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, ‘চাকা ফেটে রানওয়েতে উড়োজাহাজ আটকে থাকার কারণে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে।

ওই উড়োজাহাজের চাকা মেরামতের কাজ শুরু হয়েছে। মেরামত শেষে বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে আনা হবে। এরপর বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা সচল হবে।’ তিনি আরও বলেন, ‘আটকে পড়া যাত্রীদের বিমান কর্তৃপক্ষ বিকল্প ফ্লাইটে ঢাকায় নিয়ে যাবে।’

শেয়ার করুন