২৬ মার্চ ২০২৩, রবিবার, ০২:৫১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আরাভ খানকে আটকের তথ্য জানা নেই, জানালেন আইজিপি হাসপাতালের টয়লেটে নবজাতক রেখে পালিয়ে গেছে এক মা, শিশুটির অবস্থা আশঙ্কাজক বাড়ি থেকে ডেকে নিয়ে প্রকাশ্যে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা ৫৫ কেজি গাঁজা-৪০ বোতল ফেনসিডিলসহ দুই ব্যবসায়ী গ্রেফতার খালার জানাজা শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল আপন দুই ভাইয়ের ফেসবুকে প্রেম, ৭১ বছরে এসে বিয়েটা করেই ফেললেন অধ্যাপক শওকত আলী যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাত, নিহত হয়েছেন প্রায় ২৩ জন আ’লীগ নেতাকর্মীদের ইফতার মাহফিল না করার নির্দেশ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুমার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে আ.লীগ নেতাকে গুলি করে হত্যা প্রকৌশলীকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে
বাংলাদেশে একই পরিবার থেকে এমপি আছেন ৬০ জন, বরকত উল্লাহ
ফরিদপুর প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২০২৩-০২-০৫
বাংলাদেশে একই পরিবার থেকে এমপি আছেন ৬০ জন, বরকত উল্লাহ

একই পরিবার থেকে ৬০ জন এমপি আছেন বাংলাদেশে। পৃথিবীর ইতিহাসে এর দৃষ্টান্ত আর কোথাও নেই। আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে কোমরপুর এম এ আজিজ ইনস্টিটিউশন মাঠে আয়োজিত ফরিদপুর বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন এ কথা বলেন।

তিনি আরো বলেন, গত ১৪ বছরে এ সরকারের আমলে ১৪ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে।’ এ সময় বিএনপির সিনিয়র এ নেতা দাবি করেন, একটি অবাধ নিরপেক্ষ কমিশনের অধীনে ভোট হলে সারাদেশে আওয়ামী লীগ ৩০টির বেশি আসন পাবে না।

বুলু বলেন, ‘ভোট দেয়ার দাবিতে আন্দোলন সংগ্রামে আমরা ১৭ জন ভাইকে হারিয়েছি। তারা এই আন্দোলন করতে গিয়ে বুকের তাজা রক্ত দিয়েছেন। আমরা যদি এ সরকারের পতন ঘটাতে না পারি, তাহলে তাদের রক্ত বৃথা যাবে। তাদের রক্তের ঋণ আমরা শোধ করতে পারব না।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহাজাদা মিয়া বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে মুক্তিযুদ্ধে গেছি ও দেশ স্বাধীন করেছি। এখন তারেক রহমানের নেতৃত্বে ১০ দফা বাস্তবায়ন করে দেশে গণতন্ত্র কায়েম করব। হাসিনার নেতৃত্বে এ দেশে কোনো নির্বাচন হবে না। বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, ১০ দফা মানতে হবে।

নির্দলীয় সরকার দিতে হবে। এ সরকারকে পদত্যাগ করতে হবে। তবেই বিএনপি নির্বাচনে যাবে। বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বলেন, ওবায়দুল কাদের আগে বলতেন, খেলা হবে। এখন বলেন ভুয়া। মূলত ওনার মাথায় রোগ দেখা দিয়েছে।

মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান বলেন, নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য শাহ মো: আবু জাফর, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলি ঈসা, মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, যুবদলের সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু।

বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজম খান ও আফজাল হোসেন খান পলাশ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজম খান ও আফজাল হোসেন খান পলাশ, রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব কামরুল আলম, শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসলাম, গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মো: রফিকুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল।

শেয়ার করুন