রাজশাহীর গোদাগাড়ীতে মাটি কাটা ইউনিয়ন বড়গাছী লাইনপাড়ায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুইজনকর আটক করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েকদিন যাবত পারিবারিক দ্বন্দ্ব চলছিল স্বামী ও ননদ তাদের মধ্যে।
তার স্বামীর নিজ বাড়ীতে সকলের অজান্তে গোয়াল ঘরে বাঁশের বর্গার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলিতে থাকে। সন্ধ্যা আনুমানিক সাড়ের৭টায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি এক পর্যায়ে শরীফা খাতুন (২৫) ঝুলন্ত অবস্থায় দেখতে পান । তার স্বামী মোঃ রজব আলী, সাং-বড়গাছী লাইনপাড়া, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী।
স্বামী এবং ননদ হাবিবা খাতুন প্রায় সময় তাকে মানসিক নির্যাতন করিত বলিয়া আশেপাশের লোকজনদের জিজ্ঞাসাবাদে জানা যায়।
তিনি মানসিক নির্যাতনের কারণেই হয়তো নিজেকে শেষ করিয়া দেওয়ার জন্য আত্মহত্যা করিয়াছেন বলিয়া আশেপাশের লোকজন জানান।
প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়া সুরতহাল রিপোর্ট প্রস্তুত করিয়া মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়া ময়না তদন্তর জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এই বিষয়ে মামলা রুজু হয়েছে।
এই বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম বলেন। তাদের মধ্যে বেশ কিছুদিন থেকে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। আসামি দুইজনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের এর জন্য প্রেরণ করা হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট আসলে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।