বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য পদত্যাগের পর শূন্য হওয়া আসনে উপ-নির্বাচনে বিজয়ী ছয়জন সদস্য শপথ নিয়েছেন।বুধবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কার্যালয়ে নতুন এমপিদের শপথবাক্য পাঠ করানো হয়।
শপথ নেয়া ৬ এমপি হলেনঃ ঠাকুরগাঁও-৩ আসনের হাফিজ উদ্দিন আহম্মেদ (জাতীয় পার্টি), বগুড়া-৪ আসনের এ কে এম রেজাউল করিম তানসেন (জাসদ), বগুড়া-৬ আসনের রাগেবুল আহসান রিপু (বাংলাদেশ আওয়ামী লীগ), চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মু. জিয়াউর রহমান (বাংলাদেশ আওয়ামী লীগ), চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. আব্দুল ওদুদ (বাংলাদেশ আওয়ামী লীগ) এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার ভূঁইয়া (স্বতন্ত্র)।
শপথগ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করে সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম। শপথগ্রহণ শেষে রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করে দায়িত্বগ্রহণ করেন সংসদ সদস্যরা।
গত ১১ ডিসেম্বর বিএনপির ৬ এমপি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেওয়াই । (১ ফেব্রুয়ারি, ২০২৩) আসন সমূহে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।এরপর বিজয়ী ছয়জন সদস্য হিসেবে নিলেন নতুন ৬ এমপি শপথ।