গবেষণায় দেখা গেছে, মানুষেরও সাপের মতো বিষ তৈরির ক্ষমতা রয়েছে। ফলে মানুষের কামড়ে মৃত্যু হতে পারে অন্য প্রাণীরও।
প্রতিদিন সাপের কামড়ে অনেক মানুষের মৃত্যু হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হিসাব বলছে, বিষাক্ত সাপের দংশনে পৃথিবীতে প্রতি বছর আনুমানিক ৮১ হাজার থেকে ১ লাখ ৩৮ হাজার মানুষের মৃত্যু হয়।
প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্র অনুযায়ী, সমস্ত সরীসৃপ এবং স্তন্যপায়ী প্রাণীর বিষ তৈরির ক্ষমতা রয়েছে। বিষ তৈরিতে প্রয়োজনীয় সবকিছুই মানুষের শরীরেও উপস্থিত রয়েছে।
তবে এখনই মানুষ বিষ তৈরি করতে পারবে না। বিবর্তনের ফলে ভবিষ্যতে কোনো এক সময় এটি সম্ভব হয়ে উঠতে পারে। প্রসঙ্গত, সাপের ভয়ে কাতর হওয়াকে বলা হয় ‘ওফেডায়োফোবিয়া’। ধারণা করা হয়, প্রাপ্তবয়স্কদের ৩ ভাগের ১ ভাগই এই ভীতি রয়েছে।