মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ ১৯ বাংলাদেশি কর্মীকে বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে। নিয়োগদাতা কোম্পানি তাঁদের গ্রহণ না করায় দুইদিন কুয়ালালামপুর বিমানবন্দরে রেখে ১৭ ফেব্রুয়ারি (শুক্রবার) এয়ার এশিয়ার ফ্লাইটে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারি ‘গ্রিনল্যান্ড ওভারসিজ’ নামের একটি কোম্পানি ঢাকা থেকে এয়ার এশিয়ার একটি ফ্লাইটে মালয়েশিয়ার এভারলেনটেন এসডিএন বিএইচডি কোম্পানিতে ২৯ জন বাংলাদেশি কর্মী পাঠায়।এদেও মধ্যে ২৯ জনের মধ্যে ১০ জনকে রিসিভ করলেও বাকি ১৯ জনের ইমিগ্রেশন সার্ভারে ডাটা না পাওয়ায় তাদের ফেরত পাঠানো হয়েছে।
এদিকে, রিক্রটিং এজেন্সি গ্রিনল্যান্ড ওভারসিজ (আরএলনং-৪০) জানায়, আগের বার একই নিয়োগকর্তার মাধ্যমে ৪০ জন কর্মী পাঠানো হয়েছিল, তখন কোন ধরনের সমস্যা হয়নি। আর এটি ছিল তাদের দ্বিতীয় ফ্লাইট। তবে তারা নিয়োগকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করার পর জানতে পেরেছে ফেরত পাঠানো ১৯ জন কর্মীর তথ্য এরইমধ্যে সার্ভারে প্রবেশ করানো হয়েছে। দ্রুতই পুনরায় মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন বলেও জানানো হয়।
মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার নাজমুছ সাদাত সেলিম বলপযবহ, এ বিষয়ে কোনো তথ্য বাংলাদেশ দূতাবাসকে জানানো হয়নি। তবে, এ বিষয়ে খতিয়ে দেখবে দূতাবাস।