২৬ মার্চ ২০২৩, রবিবার, ০৩:০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
আরাভ খানকে আটকের তথ্য জানা নেই, জানালেন আইজিপি হাসপাতালের টয়লেটে নবজাতক রেখে পালিয়ে গেছে এক মা, শিশুটির অবস্থা আশঙ্কাজক বাড়ি থেকে ডেকে নিয়ে প্রকাশ্যে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা ৫৫ কেজি গাঁজা-৪০ বোতল ফেনসিডিলসহ দুই ব্যবসায়ী গ্রেফতার খালার জানাজা শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল আপন দুই ভাইয়ের ফেসবুকে প্রেম, ৭১ বছরে এসে বিয়েটা করেই ফেললেন অধ্যাপক শওকত আলী যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাত, নিহত হয়েছেন প্রায় ২৩ জন আ’লীগ নেতাকর্মীদের ইফতার মাহফিল না করার নির্দেশ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুমার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে আ.লীগ নেতাকে গুলি করে হত্যা প্রকৌশলীকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে
ঘরের ৩৯ শতাংশ কাজ করবে ভ্যাকুয়াম ক্লিনার রোবট
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৩-০২-২৫
ঘরের ৩৯ শতাংশ কাজ করবে ভ্যাকুয়াম ক্লিনার রোবট

আগামীতে ঘরের প্রায় ৩৯ শতাংশ কাজ করবে রোবট। যুক্তরাজ্য ও জাপানের ৬৫ জন এআই বিশেষজ্ঞ এ মতামত দিয়েছেন। তাঁদেও মতে, নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটায় সর্বাধিক অটোমেশন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শিশু ও বয়স্কদের যত্ন নেওয়ার কাজ কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে পরিচালিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম।

গবেষণাটি পিএলওএস ওয়ান জার্নালে প্রকাশিত হয়েছে।গবেষকেরা যুক্তরাজ্যের ২৯ জন ও জাপানের ৩৬ জন কৃত্রিম বুদ্ধিমত্তাবিশেষজ্ঞের কাছে ঘরের কাজে রোবটের ব্যবহার সম্পর্কে মতামত নেন। গবেষকেরা জানতে চেয়েছিলেন, অবৈতনিক গৃহকর্মে রোবটের কী প্রভাব থাকতে পারে। তারা প্রশ্ন করেন, রোবট যদি আমাদের কাজ কেড়ে নেয়, তাহলে তারা কি আমাদের আবর্জনার মতো বাইরে ছুড়ে ফেলবে? গবেষকেরা জানতে পেরেছেন, ঘরের কাজের জন্য ভ্যাকুয়াম ক্লিনার রোবট বিশ্বে সর্বাধিক উৎপাদিত ও বিক্রীত হয়।

অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউটের পিএইচডি গবেষক লুলু শি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটায় প্রযুক্তি ৬০ শতাংশ সময় বাঁচিয়ে দেবে। এটি দ্রুত ব্যবহারের মাত্রা বাড়তে পারে। তবে শিশু ও বয়স্কদের যত্ন নেওয়ার কাজে রোবটের ব্যবহার ২৮ শতাংশ পর্যন্ত হওয়ার সম্ভবনা আছে।

এদিকে, আগামী ১০ বছরে রোবট ঘরের কাজ থেকে মানুষকে মুক্তি দেবে, এর পূর্বাভাস ইতিমধ্যে দেখা যাচ্ছে। তবে, এটি নিয়ে বেশ কিছু সংশয়ের জায়গাও আছে। প্রযুক্তির যে উৎকর্ষ লক্ষ করা যাচ্ছে, তাতে মানুষকে বিশ্রাম দেওয়ার ক্ষেত্রে এ প্রযুক্তি দ্রুত কার্যকর হতে পারে। 

প্রযুক্তিবিশেষজ্ঞদের মতে, এক দশকে সেটি ৩৯ শতাংশ কাজ করে দেওয়ার সক্ষমতা অর্জন করতে পারে।নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটায় যে সময় ব্যয় করা হয়, প্রযুক্তি তার ৬০ শতাংশ কমাবে বলে ধারণা করা হচ্ছে।


শেয়ার করুন