২৬ মার্চ ২০২৩, রবিবার, ০২:০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
আরাভ খানকে আটকের তথ্য জানা নেই, জানালেন আইজিপি হাসপাতালের টয়লেটে নবজাতক রেখে পালিয়ে গেছে এক মা, শিশুটির অবস্থা আশঙ্কাজক বাড়ি থেকে ডেকে নিয়ে প্রকাশ্যে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা ৫৫ কেজি গাঁজা-৪০ বোতল ফেনসিডিলসহ দুই ব্যবসায়ী গ্রেফতার খালার জানাজা শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল আপন দুই ভাইয়ের ফেসবুকে প্রেম, ৭১ বছরে এসে বিয়েটা করেই ফেললেন অধ্যাপক শওকত আলী যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাত, নিহত হয়েছেন প্রায় ২৩ জন আ’লীগ নেতাকর্মীদের ইফতার মাহফিল না করার নির্দেশ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুমার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে আ.লীগ নেতাকে গুলি করে হত্যা প্রকৌশলীকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে
ইরানে আবারও মেয়েদের ওপর এ হামলা
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৩-০৩-০২
ইরানে আবারও মেয়েদের ওপর এ হামলা

ইরানে স্কুলের মেয়েদের ওপর বিষপ্রয়োগে হত্যার চেষ্টার রেশ না কাটতেই এবার গ্যাস নিক্ষেপ করল দুর্বৃত্তরা। বুধবার (০১ মার্চ) দেশটির রাজধানী তেহরানসহ অন্তত পাঁচটি শহরের ২৬টি স্কুলে নতুন করে মেয়েদের ওপর এ হামলা চালানো হয়। 

এদিকে, গত বছরের নভেম্বরে ইরানের কওম শহরের শিক্ষাপ্রতিষ্ঠানে পানিতে বিষ মেশোনোর খবর সামনে আসে। এতে বিষক্রিয়ায় অসুস্থ হয় হাসপাতালে ভর্তি হয় অনেক স্কুলছাত্রী। 

এরপর শিক্ষার্থীদের অভিভাবকেরা শহরের গভর্নরের কার্যালয়ের সামনে জড়ো হয়ে কর্তৃপক্ষের কাছে ঘটনার ব্যাখ্যা চাওয়ার পরপরই বিষয়টি আন্তর্জাতিক মহলে জানাজানি হয় । এ ঘটনার রেশ না কাটতেই স্কুলে নতুন করে বিষাক্ত গ্যাস প্রয়োগের বিষয়টি সামনে এল।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, বুধবার পাঁচটি শহরের ২৬টি স্কুলে নতুন করে মেয়েদের ওপর এ হামলা চালানো হয়। এতে, পেটে ব্যাথা, বমিসহ নানা ধরনের শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে শতাধিক স্কুল শিক্ষার্থী। তবে তাদের শরীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, রাসায়নিক সারে ব্যবহৃত হয় এমন নাইট্রোজেনের উপস্থিতি স্কুলগুলোতে শনাক্ত হয়েছে। এ ছাড়া হামলায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। তবে তাদের নাম বা পরিচয় প্রকাশ করা হয়নি। এখনও এ হামলার কারণও জানাতে পারেনি।

বিষক্রিয়ার ঘটনায় সরকারকে অভিযুক্ত করে ক্ষোভে ফুসে উঠেছেন দেশটির সাধারণ মানুষ। সরকারের দাবি তবে দেশকে অস্থিতিশীল করতেই দুবৃর্ত্তরা এ কাজ করছে।


শেয়ার করুন