২৬ মার্চ ২০২৩, রবিবার, ০২:৩৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আরাভ খানকে আটকের তথ্য জানা নেই, জানালেন আইজিপি হাসপাতালের টয়লেটে নবজাতক রেখে পালিয়ে গেছে এক মা, শিশুটির অবস্থা আশঙ্কাজক বাড়ি থেকে ডেকে নিয়ে প্রকাশ্যে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা ৫৫ কেজি গাঁজা-৪০ বোতল ফেনসিডিলসহ দুই ব্যবসায়ী গ্রেফতার খালার জানাজা শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল আপন দুই ভাইয়ের ফেসবুকে প্রেম, ৭১ বছরে এসে বিয়েটা করেই ফেললেন অধ্যাপক শওকত আলী যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাত, নিহত হয়েছেন প্রায় ২৩ জন আ’লীগ নেতাকর্মীদের ইফতার মাহফিল না করার নির্দেশ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুমার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে আ.লীগ নেতাকে গুলি করে হত্যা প্রকৌশলীকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে
শিক্ষার্থীদের তৃতীয় শ্রেণি থেকে কোডিং শেখানো হবে : শিক্ষামন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৩-০৩-০২
শিক্ষার্থীদের তৃতীয় শ্রেণি থেকে কোডিং শেখানো হবে : শিক্ষামন্ত্রী

তৃতীয় শ্রেণি থেকে শিক্ষার্থীদের কোডিং শেখানো হবে এমন বলেছেন,  শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সেজন্য আরেকটি পরিকল্পনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এরপর পরিকল্পনা অনুযায়ী ছয় থেকে পনের বছর বয়সী শিক্ষার্থীদের কোডিংসহ ডিজাইন শেখানো হবে।

বৃহস্পতিবার(০১ মার্চ) রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২২তম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে এসে আর ধাক্কা খাবে না। তারা স্কুল থেকেই তৈরি হয়ে আসবে। আমরা চাই প্রতিটি পর্যায়ে বয়স অনুযায়ী সব শিক্ষার্থী যত বিষয়ই পড়ুক না কেন ভাষা, আইসিটি, সফট স্কিল শিখবে। তারা বিভিন্ন সমস্যা সমাধানের দক্ষতা রপ্ত করবে। উদ্যোক্তা হতে শিখবে, মূল্যবোধ শিখবে।’

তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ তৈরি করতে আমরা শিক্ষাব্যবস্থা রূপান্তর করছি। আমরা প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত নতুন কারিকুলাম প্রণয়ন করেছি এবং সেটি চালু হয়েছে। ২০২৫ সাল নাগাদ প্রাথমিক ও পুরো মাধ্যমিকে তা বাস্তবায়ন হবে।

আমাদের শিক্ষার্থীরা আগে সব কিছু মুখস্থ করত তবে সেগুলো আত্মস্থ করতে পারত না এমনটি জানিয়ে তিনি বলেন, এখন তারা আনন্দের মধ্য দিয়ে সব শিখবে। 

সেইসাথে, অভিজ্ঞতাভিত্তিক সক্রিয় শিখন হবে, যা শিখবে বাস্তবে তা প্রয়োগ করতে শিখবে। পরীক্ষাভীতি আর থাকবে না। পরীক্ষার অধিকাংশই হবে ধারাবাহিক মূল্যায়ন।

এদিকে, বিশ্ববিদ্যালয়রে ২২তম সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন অধ্যাপক রওনক জাহান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন সৈয়দ মঞ্জুর এলাহী, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা উপাচার্য বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, বোর্ড অব ট্রাস্টিজের অন্যান্য সদস্যসহ শিক্ষক ও অভিভাবকেরা।


শেয়ার করুন