বগুড়ায় বিসিবির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত।৭ মার্চ (মঙ্গলবার) বেলা ১১.৩০ মিনিটে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন হিরো আলম।
মানববন্ধনে থেকে হিরো আলম বলেন, শহীদ চাঁন্দু স্টেডিয়াম ছিল উত্তরাঞ্চলের গর্ব। ক্রিকেটের নক্ষত্র তৈরির মাঠ, কিন্তু বিসিবির এই ভুল সিদ্ধান্তে সব ভেস্তে যেতে বসেছে। মুশফিকুর রহিম, শরিফুল ইসলাম, অনূর্ধ্ব ১৯ দলের তামিম, তৌহিদ হৃদয়, খাদিজাতুল কোবরা, শারমিন সুলতানা, ঋতু মনিসহ আরো অনেক নারী ক্রিকেটার তৈরির ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রেখেছে এই স্টেডিয়াম।
তিনি আরো বলেন, বগুড়ায় ২ টা জিনিস বেশী গুরুত্বপূর্ণ একটা হলো মেডিকেল আর একটা ষ্টেডিয়াম। ষ্টেডিয়াম তো নিয়েই গেলো এখন মেডিকেল নিয়ে যাওয়া বাকি।
এ মানববন্ধনে হিরো আলমের সাথে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশগ্রহণ করেছে।
প্রসঙ্গত গত বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের কাছে দেওয়া এক চিঠিতে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অসহযোগিতার অভিযোগে মাঠ হস্তান্তরের কথা জানায় বিসিবি। সেইসাথে সব সতেরো কর্মকর্তা-কর্মচারীদের ঢাকায় বদলি করেছে বিসিবি।
এদিকে, স্টেডিয়াম বিষয়ে বৃহস্পতিবার রাতেই প্রেস বিফ্রিং করেছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন। আর শুক্রবার শহীদ চান্দু স্টেডিয়ামের সামনে একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।