২৬ মার্চ ২০২৩, রবিবার, ০৩:২৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আরাভ খানকে আটকের তথ্য জানা নেই, জানালেন আইজিপি হাসপাতালের টয়লেটে নবজাতক রেখে পালিয়ে গেছে এক মা, শিশুটির অবস্থা আশঙ্কাজক বাড়ি থেকে ডেকে নিয়ে প্রকাশ্যে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা ৫৫ কেজি গাঁজা-৪০ বোতল ফেনসিডিলসহ দুই ব্যবসায়ী গ্রেফতার খালার জানাজা শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল আপন দুই ভাইয়ের ফেসবুকে প্রেম, ৭১ বছরে এসে বিয়েটা করেই ফেললেন অধ্যাপক শওকত আলী যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাত, নিহত হয়েছেন প্রায় ২৩ জন আ’লীগ নেতাকর্মীদের ইফতার মাহফিল না করার নির্দেশ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুমার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে আ.লীগ নেতাকে গুলি করে হত্যা প্রকৌশলীকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে
লালমনিরহাটে দেশীয় তামাক শিল্প রক্ষার দাবিতে কৃষকদের মানববন্ধন
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৩-০৩-১০
লালমনিরহাটে দেশীয় তামাক শিল্প রক্ষার দাবিতে কৃষকদের মানববন্ধন

লালমনিরহাটে দেশীয় তামাক শিল্প বাঁচিয়ে রাখা ও লাখো শ্রমিকের অস্তিত্ব রক্ষার দাবিতে তামাক চাষিরা মানববন্ধন করেছেন।বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে লালমনিরহাটের মিশন মোড়ে দেশীয় তামাক চাষি কল্যাণ সমিতির উদ্যোগে পাঁচ উপজেলার কৃষকরা এ মানববন্ধন করে।

মানববন্ধনে বিদেশি মনোপলি ব্যবসা বন্ধ করে শতভাগ দেশীয় মালিকানাধীন তামাক শিল্প রক্ষা, দেশীয় তামাক শিল্প রক্ষায় প্রতিযোগিতা আইনের সঠিক বাস্তবায়নসহ বিভিন্ন দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের মাটি ও আবহাওয়া তামাক চাষের উপযোগী। কিন্তু ন্যায্যমূল্যে বিক্রি করতে না পারায় আমরা ঠিকমতো তামাক চাষ করতে পারছি না। 

তাঁরা বলছেন, দেশীয় কোম্পানিগুলো ব্যবসা-বাণিজ্য করতে পারলে তামাকের ন্যায্যমূল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা দেশের বেকার সমস্যা দূর করতে ভূমিকা রাখবে।

সমাবেশে কৃষকরা তামাক চাষিদের রুটি-রুজি রক্ষায় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ দাবি করা হয়। 

কর্মসূচিতে ‘দেশীয় তামাক শিল্প রক্ষায় এখনই প্রতিযোগিতা আইনের সঠিক বাস্তবায়ন চাই’, ‘নিম্ন স্ল্যাবের সিগারেট উৎপাদনে বিদেশি কোম্পানিকে নিরুৎসাহিত করতে হবে’, ‘দেশের টাকা দেশে রাখুন–শতভাগ দেশীয় মালিকানাধীন তামাক শিল্প রক্ষা করুন’, ‘বিদেশি মনোপলি ব্যবসা বন্ধ করুন’, ‘তামাক শিল্পের বাজেট কি শুধুই বিদেশিদের সুবিধার্থে?’, ‘শতভাগ দেশীয় তামাক শিল্প সরকার নাকি বিদেশি কোম্পানির নিয়ন্ত্রণে?’ লেখা সংবলিত ব্যানার-ফেস্টুন-প্ল্যাকার্ড নিয়ে তামাক চাষিরা মানববন্ধন করেন।

তামাক চাষিরা বলেন, সরকার শতভাগ দেশীয় কোম্পানির বিনিয়োগ সুরক্ষায় ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে দুটি মূল্যস্তর সৃষ্টি করে। ২০১৮-১৯ অর্থবছরে দেশীয় কোম্পানির জন্য নিম্ন স্তর সংরক্ষিত রেখে বহুজাতিক কোম্পানির আন্তর্জাতিক ব্র্যান্ডকে মধ্যম ও উচ্চমানে উন্নীত করে।

এদিকে, তামাক শিল্পে অবিলম্বে ৪০ শতাংশ মনোপলি আইন কার্যকর করা, একচেটিয়া বিদেশি তামাকের বাজার হটিয়ে দেশি তামাক শিল্পে প্রতিযোগিতামূলক আইনের সঠিক বাস্তবায়ন করে নীতিমালা প্রণয়নের দাবি জানান তামাক চাষিরা।


শেয়ার করুন