২৬ মার্চ ২০২৩, রবিবার, ০১:৪১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আরাভ খানকে আটকের তথ্য জানা নেই, জানালেন আইজিপি হাসপাতালের টয়লেটে নবজাতক রেখে পালিয়ে গেছে এক মা, শিশুটির অবস্থা আশঙ্কাজক বাড়ি থেকে ডেকে নিয়ে প্রকাশ্যে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা ৫৫ কেজি গাঁজা-৪০ বোতল ফেনসিডিলসহ দুই ব্যবসায়ী গ্রেফতার খালার জানাজা শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল আপন দুই ভাইয়ের ফেসবুকে প্রেম, ৭১ বছরে এসে বিয়েটা করেই ফেললেন অধ্যাপক শওকত আলী যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাত, নিহত হয়েছেন প্রায় ২৩ জন আ’লীগ নেতাকর্মীদের ইফতার মাহফিল না করার নির্দেশ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুমার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে আ.লীগ নেতাকে গুলি করে হত্যা প্রকৌশলীকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে
বগুড়ার চরে ভূট্টার বাম্পার ফলন
ডেস্ক রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০২৩-০৩-১১
বগুড়ার চরে ভূট্টার বাম্পার ফলন

বগুড়ার সারিয়াকান্দির চরে ভূট্টা চাষ করে চাষীদের ভাগ্য বদলাচ্ছে। গত বছরের তুলনায় চাষও হয়েছে দ্বিগুণ। উপজেলা কৃষি অফিস জানিয়েছে, এবার ফলন ও দাম ভালো থাকায় মৌসুমে ৭ হাজার ৫১০ মেট্রিক টন ভুট্টা উৎপাদন হবে বলে ।আর এ ভূট্টা ২৫৭ কোটি টাকায় বাজারে বিক্রি হবে বলে আশা করছে তারা। 

এদিকে, বাজারে দামও বেশ ভালো। চাষীরা জানিয়েছে, সারিয়াকান্দির চরের চাষীরা এ সময়ে বেশিভাগই মরিচ চাষ করতেন। তবে চাষাবাদে পরিবর্তন আনায় এ মৌসুমে ব্যাপকভাবে ভুট্টা চাষ হয়েছে। 

চাষীরা বলছেন, গত বছর  উপজেলার প্রায় ৩ হাজার হেক্টর জমিতে ভূট্টার চাষ করা হয়। এবার সেখানে দ্বিগুন প্রায় ৬ হাজার ৫১০ হেক্টর জমিতে এ চাষ করা হয়েছে।

তাঁরা আরো বলছেন,  ফসলে পরিশ্রম কম কিন্তু খরচ হয়েছিল প্রতি বিঘায় ৮-১০ হাজার টাকার । এরই মধ্যেই ভূট্টা জমি থেকে কাটা-মাড়াই শুরু হয়েছে। প্রতি বিঘায় ফলন পাচ্ছি ৪০ থেকে ৫০ মণ ভূট্টা। বাজারে বিক্রি করছি প্রায় ১ হাজার ৩০০ টাকা মণ। আশা করছি এ ফসলে ভালো লাভ থাকবে।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম বলেন, এ মৌসুমে আবহাওয়া ভালো থাকায় ভূট্টার ফলন ভালো হয়েছে। চরগুলো ভূট্টার চরে পরিণিত হয়েছে। চাষের সাথে জড়িত রয়েছে প্রায় ২২ হাজার কৃষক। তবে সরকার আরো ভালো পদক্ষেপ নিলে চাষীরা আরো উন্নত ফসল উৎপাদন করতে পারবে।



শেয়ার করুন