রিজার্ভ কমে ৩১.১৫ বিলিয়ন ডলার দাড়িছে।রিজার্ভ
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (এসিইউ) কাছে কেন্দ্রীয় ব্যাংক গত ৬ মার্চ ১ দশমিক ০৫ বিলিয়ন ডলার আমদানি বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩১ দশমিক ১৫ বিলিয়ন মার্কিন ডলারে এসে দাঁড়িয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, সম্প্রতি এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (এসিইউ) কাছে আমদানি বিল পরিশোধ করার পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে সমস্যার মধ্যে পড়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের মার্চে রিজার্ভ ছিল ৪৪ দশমিক ১৪ বিলিয়ন ডলার। অর্থাৎ, গত এক বছরে রিজার্ভের পরিমাণ কমেছে ২৯ দশমিক ৪ শতাংশ। সর্বশেষ খবর দ্য ডেইলি স্টার বাংলার গুগল নিউজ চ্যানেলে।
এসিইউ হলো আন্তঃআঞ্চলিক লেনদেনের জন্য পেমেন্ট নিষ্পত্তির ব্যবস্থা। এর সদস্য দেশগুলো প্রতি ২ মাস পরপর এর মাধ্যমে তাদের অর্থ পরিশোধ করে।
বাংলাদেশ, ভারত, ভুটান, ইরান, মালদ্বীপ, মায়ানমার, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা এর সদস্য এবং এর সদরদপ্তর তেহরানে। ২০২১ সালের আগস্টে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ইতিহাসের সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছেছিল।
আরও রিজার্ভ থেকে আর কোনো ফান্ড গঠন করা হবে না: গভর্নর সম্পর্কিত বিষয়: রিজার্ভ বৈদেশিক মুদ্রার রিজার্ভ এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বাংলাদেশ ব্যাংক আমদানি বিল Apple Google Click to comment সম্পর্কিত খবর ৪ মাস আগে | অর্থনীতি অক্টোবরে রেমিট্যান্স কমেছে ৭.৪ শতাংশ ৩ মাস আগে |