২৬ মার্চ ২০২৩, রবিবার, ০২:৪৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আরাভ খানকে আটকের তথ্য জানা নেই, জানালেন আইজিপি হাসপাতালের টয়লেটে নবজাতক রেখে পালিয়ে গেছে এক মা, শিশুটির অবস্থা আশঙ্কাজক বাড়ি থেকে ডেকে নিয়ে প্রকাশ্যে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা ৫৫ কেজি গাঁজা-৪০ বোতল ফেনসিডিলসহ দুই ব্যবসায়ী গ্রেফতার খালার জানাজা শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল আপন দুই ভাইয়ের ফেসবুকে প্রেম, ৭১ বছরে এসে বিয়েটা করেই ফেললেন অধ্যাপক শওকত আলী যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাত, নিহত হয়েছেন প্রায় ২৩ জন আ’লীগ নেতাকর্মীদের ইফতার মাহফিল না করার নির্দেশ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুমার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে আ.লীগ নেতাকে গুলি করে হত্যা প্রকৌশলীকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে
সামনে রমজান, চড়া দামে মৌসুমি ফল বিক্রি হচ্ছে
বৃত্ত মিডিয়া ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৩-০৩-১৪
সামনে রমজান, চড়া দামে মৌসুমি ফল বিক্রি হচ্ছে

রোজা সামনে রেখে চড়া দামে তরমুজসহ বিভিন্ন ধরনের মৌসুমি ফল বিক্রি হচ্ছে। মুন্সীগঞ্জে একদিনের ব্যবধানে প্রতি পিস তরমুজের দাম ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) মুন্সীগঞ্জের মুক্তারপুরে তরমুজের বিশাল হাটে পদ্মা সেতুর বদৌলতে দক্ষিণের তরমুজে ভরপুর এই হাট। 

তবে পর্যাপ্ত সরবরাহ থাকার সত্ত্বেও একদিনের ব্যবধানে প্রতি পিস তরমুজের দাম ৫০ টাকা পর্যন্ত বেড়েছে।পাশাপাশি অন্যান্য ফলও ১৫ শতাংশ পর্যন্ত বাড়তি দরে বিক্রি হচ্ছে। 

রমজান সামনে রেখে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও জেলায় বাড়তি দামে দৈনিক প্রায় অর্ধকোটি টাকার বিভিন্ন ফল বিক্রি হচ্ছে।এ হাটে প্রতি পিস তরমুজ ৭০ টাকা থেকে ৫০০ টাকা, ভাঙ্গি ৮৫ টাকা থেকে ২২০ টাকা, আনারস ১৭ টাকা থেকে ৩৮ টাকা পাইকারি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি কেজি সবেদা ৮৫ টাকা থেকে ১২৫ টাকা, পেয়ারা ২৫ টাকা থেকে ৫০ টাকা, বড়ই ২৫ টাকা থেকে ৪০ টাকা, আনার ২৩০ টাকা থেকে ৩৫০ টাকা, খেজুর ১৫০ টাকা থেকে ১ হাজার ৪০০ টাকা, মাল্টা ১৮০ টাকা থেকে ২০০ টাকা এবং আপেল ২০০ টাকা থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতি হালি সবরি কলা ১৫ টাকা থেকে ৩৪ টাকা, সাগর কলা ১৫ টাকা থেকে ৩৫ টাকা, নেপালি কলা ১০ টাকা থেকে ২৫ টাকা ও চাপা কলা ১০ টাকা থেকে ২০ টাকা।

ক্রেতাদের দাবি, হাত বদলেই সিন্ডিকেট করে ফলের দাম বাড়ানো হচ্ছে। পাইকারি পর্যায়েই একদিনের ব্যবধানে তরমুজের দাম ৪০ থেকে ৫০ টাকা বেড়েছে। ফলে আমরা খুচরা ব্যবসায়ীরা বিপদে পড়েছি।’ 

তবে সিন্ডিকেটের অভিযোগ অস্বীকার করে বলেন, রমজান সামনে থাকায় বর্তমানে তরমুজের পাশাপাশি অন্যান্য ফলের চাহিদা একটু বেশি। তাই দাম বেড়েছে। তবে এখন বেচাবিক্রিও বেড়েছে।

অন্যদিকে কৃষকেরা এই বাড়তি দামের সুবিধা পাচ্ছেন না উল্লেখ করে মুন্সীগঞ্জের জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপসরকারি কৃষি কর্মকর্তা রনি দাস বলেন, হঠাৎ করে ফলের দাম বেড়ে যাওয়ার কারণ হচ্ছে সিন্ডিকেট। 

তিনি বলেন সিন্ডিকেট এর বিষয়ে আমাদের বাজার তদারকি কার্যক্রম চলছে।উল্লেখ্য, ধলেশ্বরীর তীরের এ হাটের ১০টি আড়তে বর্তমানে দৈনিক ৪০ থেকে ৫০ হাজার তরমুজ সরবরাহ হয়ে থাকে। 


শেয়ার করুন