২৬ মার্চ ২০২৩, রবিবার, ০৩:০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আরাভ খানকে আটকের তথ্য জানা নেই, জানালেন আইজিপি হাসপাতালের টয়লেটে নবজাতক রেখে পালিয়ে গেছে এক মা, শিশুটির অবস্থা আশঙ্কাজক বাড়ি থেকে ডেকে নিয়ে প্রকাশ্যে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা ৫৫ কেজি গাঁজা-৪০ বোতল ফেনসিডিলসহ দুই ব্যবসায়ী গ্রেফতার খালার জানাজা শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল আপন দুই ভাইয়ের ফেসবুকে প্রেম, ৭১ বছরে এসে বিয়েটা করেই ফেললেন অধ্যাপক শওকত আলী যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাত, নিহত হয়েছেন প্রায় ২৩ জন আ’লীগ নেতাকর্মীদের ইফতার মাহফিল না করার নির্দেশ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুমার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে আ.লীগ নেতাকে গুলি করে হত্যা প্রকৌশলীকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে
এবার ব্যক্তিগত গাড়িতে সৌদি আরব যেতে পারবে প্রবাসীরা
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৩-০৩-১৪
এবার ব্যক্তিগত গাড়িতে সৌদি আরব যেতে পারবে প্রবাসীরা

কুয়েত থেকে ব্যক্তিগত গাড়িতে সৌদি আরব যেতে পারবেন প্রবাসীরা।প্রতি বছর রমজান মাসে হাজার হাজার প্রবাসী কুয়েত থেকে সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশে ভ্রমণ করে থাকেন। কেউ বিমানে, আবার কেউ স্থল পথে সাধ্য অনুযায়ী ওমরাহ পালন করতে সৌদিতে যান। 

এবছর ভিসা ফি কিছুটা কমানোসহ ব্যক্তিগত গাড়ি নিয়ে সৌদি আরবে ভ্রমণসহ ওমরাহ পালন করতে পারবেন প্রবাসীরাও।

কুয়েতে ওমরাহ্ অ্যান্ড ট্রাভেলস সার্ভিস ব্যবসার ব্যবসায়ীরা বলেন, পবিত্র রমজান মাসে ওমরাহ পালনকারীর সংখ্যা সব দেশেই বেশি থাকে। অতিরিক্ত চাপের কারণে ওমরাহ পালনের খরচটা অন্য সময়ের তুলনায় কিছুটা বেশি খরচ হয়। তবে এবার সড়ক পথে গাড়ি নিয়ে যাওয়ার সুযোগ থাকায় ব্যয় কিছু কমে বলে আশা করছেন তারা। 

এদিকে, আগে কেবল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নাগরিকরা ব্যক্তিগত গাড়ি নিয়ে সৌদি আরব ভ্রমণ করতে পারতেন। 

তবে এবছর থেকে সৌদি সরকার প্রবাসীদের জন্যও এই সুযোগটি দিচ্ছে। এতে করে ভ্রমণ বা ওমরাহ পালনে ইচ্ছুক প্রবাসীরা ব্যক্তিগত গাড়ি নিয়ে ভ্রমণ করলে সময় ও অর্থ উভয়ই সাশ্রয় হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। 

প্রসঙ্গত, কুয়েত প্রবাসীরা মে মাসের ১০ তারিখ পর্যন্ত ওমরাহ ভিসার জন্য আবেদন করতে পারবেন। সংশ্লিষ্টরা মনে করেন, স্থলপথে ভ্রমণের সুযোগের কারণে খুব সহজে এবং কম খরচে সৌদি আরবে ভ্রমণসহ বিভিন্ন তীর্থস্থান দেখার সুযোগ পাবেন কুয়েত প্রবাসীরা ।


শেয়ার করুন