০৫ জুন ২০২৩, সোমবার, ০৩:৫২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অভিজ্ঞতা ছাড়াই দারাজে পার্ট টাইম চাকরি, ৩০০ জনকে নিয়োগ তীব্র দাবদাহর কারনে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা লাইভে এসে পরীমণির স্বামী রাজ যা বললেন নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ১৩ ধরনের জ্বালানি তেল ও পেট্রোলিয়াম পণ্যের দাম কমেছে হবিগঞ্জে বাস অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত, আহত অনেকেই ক্যানসারের ঝুঁকি বাড়ায় যেসব খাবার, কিছু খাবার ফিটনেস ও হার্টের জন্য ভালো নয় আমের রাজ্য চাঁপাইনবাবগঞ্জ এখন পূর্ণ মৌসুম পরিবেশ বাঁচাতে অবৈধ স্মার্ট পণ্য আমদানিতে কঠোর পদক্ষেপ দাবি, বিআইজেএফ বর্তমানে দেশে ১৭০০ মেগাওয়াটের বেশি লোডশেডিং চলছে, নসরুল হামিদ প্রথমবারের মতো বন্ধ হচ্ছে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র উৎপাদন
হবিগঞ্জে দেড় হাজারের বেশি ফার্মেসির নেই কোন ড্রাগ লাইসেন্স
হবিগঞ্জ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২০২৩-০৩-১৬
হবিগঞ্জে দেড় হাজারের বেশি ফার্মেসির নেই কোন ড্রাগ লাইসেন্স

হবিগঞ্জে দেড় হাজারের বেশি ফার্মেসির ড্রাগ লাইসেন্স নেই। জেলাজুড়ে লাইসেন্সবিহীন বিপুল সংখ্যক ফার্মেসিতে বেআইনিভাবে ওষুধ বিক্রি করা হচ্ছে। ওষুধ প্রশাসন অধিদপ্তর এসব ফার্মেসি সিলগালা করার নির্দেশনা দিলেও স্থানীয় প্রশাসন এ বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না।

এসব ফার্মেসি মালিকরা বেআইনিভাবে ওষুধ বিক্রি করছেন। এছাড়া ফার্মেসি চালানোর ক্ষেত্রে ফার্মাসিস্ট নিয়োগ করা বাধ্যতামূলক হলেও হবিগঞ্জের অধিকাংশ ফার্মেসিতেই তা করা হয়নি।

কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি সূত্রে জানা গেছে, হবিগঞ্জ জেলা শহর ও ৯টি উপজেলায় ৫ হাজারের বেশি ফার্মেসি রয়েছে। এর মধ্যে সাড়ে ৩ হাজার ফার্মেসির নামে ড্রাগ লাইসেন্স আছে। বাকি দেড় হাজার বা তার বেশি ফার্মেসির ড্রাগ লাইসেন্স নেই।

এদিকে গত ২৮ ফেব্রুয়ারি ঔষধ প্রশাসন অধিদপ্তরের এক নির্দেশনায় হবিগঞ্জের জেলা প্রশাসক ও সিভিল সার্জনকে ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসির বিরুদ্ধে মামলা দায়ের এবং এগুলো সিলগালা করে অধিদপ্তরকে অবহিত করার কথা বললেও হবিগঞ্জে সেই অনুযায়ী কোনো কাজ হয়নি।

এ বিষয়ে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বাংলানিউজকে বলেন, “ড্রাগ লাইসেন্স ও ফার্মাসিস্ট নিয়োগ দান ছাড়া কোনো ফার্মেসি চালানো বেআইনি, ঝুঁকিপূর্ণও বটে। এই শর্ত অমান্যকারী ফার্মেসিগুলো শিগগিরই বন্ধ করা উচিত।

এ বিষয়ে হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূরুল হক বাংলানিউজকে বলেন, “হবিগঞ্জে ড্রাগ সুপারের পদে জনবল না থাকায় এ বিষয়ে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। এ কাজটি করতে হলে অবশ্যই ড্রাগ সুপারকে যুক্ত করতে হবে।

শেয়ার করুন