২৬ মার্চ ২০২৩, রবিবার, ০১:৪৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আরাভ খানকে আটকের তথ্য জানা নেই, জানালেন আইজিপি হাসপাতালের টয়লেটে নবজাতক রেখে পালিয়ে গেছে এক মা, শিশুটির অবস্থা আশঙ্কাজক বাড়ি থেকে ডেকে নিয়ে প্রকাশ্যে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা ৫৫ কেজি গাঁজা-৪০ বোতল ফেনসিডিলসহ দুই ব্যবসায়ী গ্রেফতার খালার জানাজা শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল আপন দুই ভাইয়ের ফেসবুকে প্রেম, ৭১ বছরে এসে বিয়েটা করেই ফেললেন অধ্যাপক শওকত আলী যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাত, নিহত হয়েছেন প্রায় ২৩ জন আ’লীগ নেতাকর্মীদের ইফতার মাহফিল না করার নির্দেশ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুমার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে আ.লীগ নেতাকে গুলি করে হত্যা প্রকৌশলীকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে
বিজিবির ধাওয়া খেয়ে ৬৭ লাখ টাকার স্বর্ণ রেখে পালিয়েছে পাচারকারি
চুয়াডাঙ্গা প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২০২৩-০৩-১৭
বিজিবির ধাওয়া খেয়ে  ৬৭ লাখ টাকার স্বর্ণ রেখে পালিয়েছে পাচারকারি

বিজিবির ধাওয়ায় ৬৭ লাখ টাকার স্বর্ণ ফেলে পালাল পাচারকারি। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ছয়ঘড়িয়া গ্রাম থেকে তিনটি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি।

আজ শুক্রবার (১৭ মার্চ) চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বর্ণের বার পাচার করা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে সকালে ৬ বিজিবির একটি দল সীমান্ত পিলার ৭৭/৬-আর থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দর্শনা থানার অন্তর্গত ছয়ঘড়িয়া গ্রামে অভিযান পরিচালনা করে।

এ সময় মোটরসাইকেলযোগে এক ব্যক্তিকে বাকা মোড় এলাকা দিয়ে ঝাঝাডাঙ্গা গ্রাম হয়ে সীমান্ত অভিমুখে যেতে দেখে বিজিবির সশস্ত্র টহল দল তাকে ধাওয়া করে। এতে চালক মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যান।

পরে ফেলে যাওয়া মোটরসাইকেল তল্লাশি করে তেলের ট্যাংকির ভেতর অভিনব কায়দায় লুকায়িত আনুমানিক ৮১৭ গ্রাম (৭০ ভরি) ওজনের ছোট বড় তিনটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। 

লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান ঢাকা পোস্টকে বলেন, জব্দকৃত স্বর্ণের বারগুলোর আনুমানিক বাজার মূল্য ৬৭ লাখ টাকা।

সেগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় বিজিবির নায়েব সুবেদার মো. মিজানুর রহমান বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়ের করেছেন। 

শেয়ার করুন