০৫ জুন ২০২৩, সোমবার, ০৩:০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অভিজ্ঞতা ছাড়াই দারাজে পার্ট টাইম চাকরি, ৩০০ জনকে নিয়োগ তীব্র দাবদাহর কারনে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা লাইভে এসে পরীমণির স্বামী রাজ যা বললেন নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ১৩ ধরনের জ্বালানি তেল ও পেট্রোলিয়াম পণ্যের দাম কমেছে হবিগঞ্জে বাস অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত, আহত অনেকেই ক্যানসারের ঝুঁকি বাড়ায় যেসব খাবার, কিছু খাবার ফিটনেস ও হার্টের জন্য ভালো নয় আমের রাজ্য চাঁপাইনবাবগঞ্জ এখন পূর্ণ মৌসুম পরিবেশ বাঁচাতে অবৈধ স্মার্ট পণ্য আমদানিতে কঠোর পদক্ষেপ দাবি, বিআইজেএফ বর্তমানে দেশে ১৭০০ মেগাওয়াটের বেশি লোডশেডিং চলছে, নসরুল হামিদ প্রথমবারের মতো বন্ধ হচ্ছে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র উৎপাদন
পেঁয়াজে লোকসানের শঙ্কা ঝিনাইদহের চাষিদের
ডেস্ক রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০২৩-০৩-২৮
পেঁয়াজে লোকসানের শঙ্কা ঝিনাইদহের চাষিদের

ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের পরও ঝিনাইদহে কমেছে পেঁয়াজের দাম। মঙ্গলবার (২৮ মার্চ) সরেজমিনে হাট ঘুরে দেখা যায়, বাজারে প্রতি মণ পেঁয়াজ ৭০০ থেকে ৯০০ টাকায় বিক্রি হয়েছে।

যা গত সপ্তাহের তুলনায় ২০০ থেকে ৩০০ টাকা কম। পেঁয়াজের এ দামে হতাশ কৃষকরা। এতে লোকসানের আশঙ্কায় চাষিরা।

এদিকে, ঝিনাইদহের শৈলকুপা পেঁয়াজ হাট। জেলার সবচেয়ে বড় পাইকারি পেঁয়াজের বাজার। শনি ও মঙ্গলবার সাপ্তাহিক হাটে ভোর থেকেই উপজেলার বিভিন্ন গ্রাম থেকে পেঁয়াজ আনতে শুরু করেন কৃষকরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জমে ওঠে বেচাকেনা।

কৃষকরা জানায়, বর্তমানে পেয়াজের দাম খুবই কম। এতে উৎপাদন খরচ উঠাতেই হিমশিম খেতে হচ্ছে। আর বর্তমানে বাজারে আমদানি করা পেঁয়াজ থাকায় ও সরবরাহ বেশি হওয়ায় দাম কমে গেছে বলে জানান ব্যবসায়ীরা।

শৈলকুপা বণিক সমিতির সদস্য ফারুক আহম্মেদ বলেন, আড়তগুলোতে আমদানিকৃত প্রচুর পেঁয়াজ রয়ে গেছে। এর কারণে দেশি পেঁয়াজের চাহিদা কিছুটা কম। তবে আগামী সপ্তাহে দাম কিছুটা বাড়তে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

 শৈলকুপার এ হাট থেকে প্রতিদিন গড়ে ১৩ থেকে ১৫ হাজার মণ পেঁয়াজ বিক্রি হয়। যা সরবরাহ করা হয় ঢাকা, সিলেট, খুলনা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে।


শেয়ার করুন