বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা কৃৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ২০২২-২০২৩ অর্থ বছরের খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে প্রণোদনা ও কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় পাট ও উফসী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ২৮ মার্চ সকালে উপজেলা পরিষদ চত্বরে৩ হাজার ৫’শত জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক/ কৃষাণীদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
এদিকে, সারিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল হালিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান। এতে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মণ্ডল, পৌর মেয়র মতিউর রহমান মতি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি অফিসার কুদরুত আলী।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল হালিম জানান, অনুষ্ঠানে ২০২২-২৩ অর্থবছরে এ উপজেলায় ২ হাজার ৩’শ জন কৃষক কে ৫ কেজি করে আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার এবং ১২০০ জন কৃষকের মাঝে ১ কেজি করে পাটের বীজ বিতরণ করা হয়েছে।