চলতি বছরের জানুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত মালয়েশিয়ার বন্দিশিবির থেকে সাজা ১২ হাজার ৩৮০ অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছি অভিবাসন বিভাগ। তাদের মধ্যে ৯ হাজার ৬০৬ জন পুরুষ এবং ২ হাজার ৭৭৪ জন নারী রয়েছেন, যাদের অধিকাংশই ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও মিয়ানমারের নাগরিক।
এদিকে, প্রত্যাবাসনের জন্য এসব অভিবাসীদের তিনটি ক্যাটাগরি রয়েছে-কারাবাসের মেয়াদ শেষ হয়ে যাওয়া, বিভিন্ন অভিবাসন অপরাধের জন্য ইমিগ্রেশন বিভাগ কর্তৃক গ্রেফতার এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার হাতে হস্তান্তরিত।
শনিবার (১ এপ্রিল) দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছে।
এছাড়াও এখনও তিনটি অস্থায়ী ডিটেনশন সেন্টারসহ ২১টি ইমিগ্রেশন ডিপোতে বাংলাদেশিসহ এখনও মোট ১১ হাজার ৬৫০ জন অবৈধ অভিবাসীকে কারাবাসে রাখা হয়েছে। তবে, ক্যাম্পে কতজন বাংলাদেশি রয়েছে তা জানা যায়নি।
তিনি আরও বলেন, পেনাং রাজ্যের সুঙ্গাই বাকাপ অস্থায়ী ডিটেনশন সেন্টারটি ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি কার্যক্রম শুরু করার পর থেকে ২ হাজার ২২৪ জন বন্দিকে সেখানে রাখা হয়। ডিপোটি প্রাথমিকভাবে কোভিড-১৯ মহামারি মোকাবিলায় এবং সারা দেশে ডিটেনশন ডিপোতে ভিড় কমাতে মূলত ব্যবহার করা হয়েছিল কারণ তখন চলাচল নিয়ন্ত্রণ আদেশের বিধিনিষেধের সময় কোন অভিবাসীকে তাদের দেশে ফেরত পাঠানো সম্ভব হয়নি।
এদিকে, চলতি বছরের ১০ জানুয়ারি ঘোষিত বিদেশি অবৈধ অভিবাসী শ্রমিকদের বৈধকরণ প্রক্রিয়া রিক্যালিব্রেশন প্ল্যান ২.০ এর আওতাধীন ২৭ হাজার ৫৭২ জন নিয়োগকর্তার অধীনে এখনও পর্যন্ত ৩ লাখ ২২ হাজার ১৮২ জন অবৈধ অভিবাসী তাদের নাম নিবন্ধন করেছেন বলেও অভিবাসন বিভাগের মহাপরিচালক জানান।