মঙ্গলবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ৯টায় সর্বোচ্চ ১৫ হাজার ৬২৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।দেশ জুড়ে চলমান তীব্র তাপ প্রবাহের মাঝে বিদ্যুৎ উৎপাদনে পরপর রেকর্ড করছে বিদ্যুৎ বিভাগ।
বিপিডিবির পরিচালক শামীম হাসান ( জনসংযোগ) বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে চলতি মাসে পঞ্চমবারের মতো বিদ্যুতের রেকর্ড উৎপাদনের ঘোষণা এল।
এর আগে সোমবার (১৭ এপ্রিল) রাত ৯টায় দেশের সর্বোচ্চ ১৫ হাজার ৬০৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়।
এদিকে, ১৩ এপ্রিল বৃহস্পতিবার রাত ৯টায় দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছিল ১৫ হাজার ৩০৪ মেগাওয়াট। এর আগে গত ১২ এপ্রিল ও ১১ এপ্রিল রাতেও দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়।
অন্যদিকে, ১২ এপ্রিল বিদ্যুৎ উৎপাদন হয় ১৪ হাজার ৯৩২ মেগাওয়াট এবং ১১ এপ্রিল রাত ৯টায় ১৪ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে।