০৫ জুন ২০২৩, সোমবার, ০২:০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অভিজ্ঞতা ছাড়াই দারাজে পার্ট টাইম চাকরি, ৩০০ জনকে নিয়োগ তীব্র দাবদাহর কারনে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা লাইভে এসে পরীমণির স্বামী রাজ যা বললেন নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ১৩ ধরনের জ্বালানি তেল ও পেট্রোলিয়াম পণ্যের দাম কমেছে হবিগঞ্জে বাস অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত, আহত অনেকেই ক্যানসারের ঝুঁকি বাড়ায় যেসব খাবার, কিছু খাবার ফিটনেস ও হার্টের জন্য ভালো নয় আমের রাজ্য চাঁপাইনবাবগঞ্জ এখন পূর্ণ মৌসুম পরিবেশ বাঁচাতে অবৈধ স্মার্ট পণ্য আমদানিতে কঠোর পদক্ষেপ দাবি, বিআইজেএফ বর্তমানে দেশে ১৭০০ মেগাওয়াটের বেশি লোডশেডিং চলছে, নসরুল হামিদ প্রথমবারের মতো বন্ধ হচ্ছে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র উৎপাদন
সৌদি আরবে এক সপ্তাহে ১০ হাজার অভিবাসী অবৈধভাবে সীমান্ত পার হয়েছে
ডেস্ক রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০২৩-০৪-৩০
সৌদি আরবে এক সপ্তাহে ১০ হাজার অভিবাসী অবৈধভাবে সীমান্ত পার হয়েছে

সৌদি আরবে এক সপ্তাহে সাড়ে ১০ হাজারের বেশি অভিবাসী গ্রেফতার হয়েছে।  শনিবার (২৯ এপ্রিল) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় আবাসন, শ্রম এবং নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

বলা হয়, গত ২১ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত দেশজুড়ে অভিযানে ১০ হাজার ৬০৬ অভিবাসীকে গ্রেফতার করা হয়। এরমধ্যে বসবাসের অনুমতিসংক্রান্ত আইন লঙ্ঘন করায় ৫ হাজার ৬২০ জন, অবৈধভাবে সীমান্ত পার হওয়ায় ৩ হাজার ৮২৫ জন এবং কাজের অনুমতিসংক্রান্ত আইন লঙ্ঘন করায় ১ হাজার ১৬১ জনকে গ্রেফতার করা হয়েছে।  

জানানো হয়, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেফতার হন ১ হাজার ৮৭ জন। তাঁদের মধ্যে ৭৪ ভাগ ইথিওপীয় এবং ২৫ ভাগ ইয়েমেনি। ১ শতাংশ অন্য দেশের নাগরিক।

এদিকে, সৌদি আরব থেকে প্রতিবেশী দেশগুলোতে প্রবেশের সময় ২৯ জনকে আটক করা হয় এবং অবৈধ এসব অভিবাসীকে পরিবহন ও আইন লঙ্ঘনকারীদের মদদ দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় আরও ১০ জনকে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে,  অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে এমন ব্যক্তিদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার জরিমানা করা হবে। এবং এ কাজে ব্যবহৃত গাড়ি ও সম্পদ জব্দ করা হবে।

শেয়ার করুন