০৫ জুন ২০২৩, সোমবার, ০৩:৪১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
অভিজ্ঞতা ছাড়াই দারাজে পার্ট টাইম চাকরি, ৩০০ জনকে নিয়োগ তীব্র দাবদাহর কারনে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা লাইভে এসে পরীমণির স্বামী রাজ যা বললেন নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ১৩ ধরনের জ্বালানি তেল ও পেট্রোলিয়াম পণ্যের দাম কমেছে হবিগঞ্জে বাস অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত, আহত অনেকেই ক্যানসারের ঝুঁকি বাড়ায় যেসব খাবার, কিছু খাবার ফিটনেস ও হার্টের জন্য ভালো নয় আমের রাজ্য চাঁপাইনবাবগঞ্জ এখন পূর্ণ মৌসুম পরিবেশ বাঁচাতে অবৈধ স্মার্ট পণ্য আমদানিতে কঠোর পদক্ষেপ দাবি, বিআইজেএফ বর্তমানে দেশে ১৭০০ মেগাওয়াটের বেশি লোডশেডিং চলছে, নসরুল হামিদ প্রথমবারের মতো বন্ধ হচ্ছে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র উৎপাদন
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ টিভিতে সম্প্রচার এখনো অনিশ্চিত রয়েছে
ক্রিড়া ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৩-০৫-০৪
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ টিভিতে সম্প্রচার এখনো অনিশ্চিত রয়েছে

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ টিভিতে সম্প্রচার এখনো অনিশ্চিত রয়েছে। সিরিজ দরজায় কড়া নাড়ছে। ক্যালেন্ডারের পাতা উল্টে হিসেব করলে আর মাত্র ৪ দিন পরই ইংল্যান্ডের চেমসফোর্ডে এসেক্স কাউন্টি ক্লাব মাঠে শুরু হবে বাংলাদেশ আর আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

বাংলাদেশের ক্রিকেট অনুরাগীরা খেলা দেখতে উন্মুখ হয়ে অছেন। অধীর আগ্রহে অপেক্ষমান কোটি ভক্ত। কিন্তু অনেকেরই জানা নেই, এখন পর্যন্ত টিভিতে খেলা সম্প্রচার নিশ্চিত নয়। কোন টিভি খেলা সরাসরি দেখাবে, কারা কারা সম্প্রচার স্বত্ত্ব পাবে, তার কিছুই এখনো ঠিক হয়নি।

বিজ্ঞাপন শেষ পর্যন্ত কি খেলা দেখা যাবে না? এই ইস্যুতে বিসিবির ভাবনা কী? বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন তা নিয়ে আজ কথা বলেছেন। তবে তিনিও নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।

তার কথার সারমর্ম হলো, বিসিবি থেকে আইরিশ বোর্ডের সাথে যোগাযোগ করে জানতে চাওয়া হয়েছে এ অঞ্চলে বাংলাদেশ আর আয়ারল্যান্ড সিরিজ টিভিতে কিভাবে দেখা যাবে? আয়ারল্যান্ড বোর্ড এখনো নিশ্চিত করে কিছু জানাতে পারেনি।

বিসিবি সিইও বলেন, ‘আমরা আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেছি ও জানতে চেয়েছি যে বাংলাদেশ টেরিটরিতে কোন চ্যানেলে খেলা দেখাবে। তারা বিষয়টা এখনও কনফার্ম করতে পারেনি। সেই কারণেই হয়তো তারা আমাকে জানায়নি।

আমরা যত তাড়াতাড়ি সম্ভব জানতে পারব। তারা যদি সেটেল করতে পারে, জানিয়ে দিব।’ বর্তমান অনিশ্চয়তার ঘোর কাটিয়ে বাংলাদেশ ও আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ টিভিতে দেখানোর সম্ভাবনা কতটা? বিসিবি আশাবাদী কি না? এমন প্রশ্নে নিজামউদ্দিন চৌধুরী প্রচ্ছন্ন জবাব দিলেন।


তিনি বলেন, ‘ব্রডকাস্টের বিষয়টা কমপ্লিটলি ডিপেন্ড করে হোস্ট বোর্ডের উপর। তারাই এটা ফাইনালাইজ করে। তারা যখন কোনো দেশে যায়, সেই হোস্ট বোর্ডের রেসপনসিবিলিটি এটা। তারা তাদের বিষয় যখন কনফার্ম করবে, তারা জানাবে।

তখনই একমাত্র আমরা জানাব। আপনাদের মতো আমরাও আশা করি, বাংলাদেশের সাধারণ দর্শকরা যাতে খেলা দেখতে পারে। সেজন্য আমাদের জানতে চাওয়া, তাদের সঙ্গে যোগাযোগ করা।

আয়ারল্যান্ড বোর্ড কার্যকর পদক্ষেপ নিতে না পারলে কি আইসিসি টিভি থেকে নিয়ে বাংলাদেশে দেখানোর উদ্যোগ নেবে বিসিবি? নিজামউদ্দীন চৌধুরী সুজনের ব্যাখ্যা, ‘এটা ভিন্ন প্লাটফর্ম।

এবং এটা আরেকটা অপশন। আমাদের জানতে চাওয়াটা মূলত মেইন টিভিতে বা চ্যানেলে বা কোন মাধ্যমে খেলাটা দেখাবে। আমরা জানতে পারব।’ 

শেয়ার করুন