ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের চলতি আসরের পুরোটা সময় ব্যাট হাতে ব্যর্থ ছিলেন সৌম্য সরকার। তবে শেষটা দারুণভাবে রাঙিয়েছেন । লিগের শেষ দিনে মোহামেডানের হয়ে খেলতে নেমে হাঁকিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি।
এদিকে, শনিবার (১৩ মে) সৌম্যর ১০২ রানে ইনিংসে ভর করে লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ৪ উইকেটের জয় পেয়েছে মোহামেডান। ২৯৯ রান তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১ বল হাতে রেখেই জয় নিশ্চিত করেছে সাদা-কালোরা। আসর শেষে টেবিলে তাদের অবস্থান পাঁচে।
অন্যদিকে, ফর্মহীনতায় গত বছরের নভেম্বর থেকে জাতীয় দলের বাইরে সৌম্য। পারফরম্যান্সের ধারায় ফিরতে পারছিলেন না ঘরোয়া লিগেও। যার কারণে ফেরা হচ্ছিল না লাল-সবুজ জার্সিতেও। এই বাঁহাতির উত্থানে বড় ভূমিকা ছিল বাংলাদেশের বর্তমান কোচ চন্ডিকা হাথুরুসিংহের।
তবে দ্বিতীয় দফায় টাইগারদের কোচের দায়িত্ব নেয়ার পর সৌম্যকে আবার ফেরাবেন কিনা এ নিয়ে প্রশ্নের মুখোমুখিও হয়েছিলেন লঙ্কান কোচ। হাথুরুসিংহে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, সৌম্য রান করছে না। রান করলে তবে আবার জাতীয় দলের জন্য বিবেচিত হবেন।
এদিকে, চলতি ডিপিএলে সৌম্যর পারফরম্যান্সের যে হাল ছিল তাতে কোনো কোচই তাকে ডাকার সাহস করার কথা না। রূপগঞ্জের বিপক্ষে আসরের শেষ ম্যাচে মাঠে নামার আগে মোহামেডানের হয়ে মাত্র একটি ফিফটি করেছিলেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ স্কোর ছিল ৪১। বাকিগুলো যথাক্রমে ১, ১৭, ৮, ১৩, ৯, ৮ এবং ২২। ১৯.৪৪ গড়ে সবমিলিয়ে রান ১৭৫। অথচ এ সৌম্যরই এক ইনিংসে ২০৮ রান করার রেকর্ড আছে।
তবে শেষটা রাঙিছেন সৌম্য। রূপগঞ্জের দেয়া ২৯৯ রান তাড়া করতে নেমে মোহামেডানের হয়ে খেলেছেন ১০২ রানের ইনিংস। ১১২ বল মোকাবিলায় তার ইনিংস ছিল ৭ চার ও ৪ ছক্কার মারে।