০৫ জুন ২০২৩, সোমবার, ০৩:৩১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অভিজ্ঞতা ছাড়াই দারাজে পার্ট টাইম চাকরি, ৩০০ জনকে নিয়োগ তীব্র দাবদাহর কারনে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা লাইভে এসে পরীমণির স্বামী রাজ যা বললেন নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ১৩ ধরনের জ্বালানি তেল ও পেট্রোলিয়াম পণ্যের দাম কমেছে হবিগঞ্জে বাস অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত, আহত অনেকেই ক্যানসারের ঝুঁকি বাড়ায় যেসব খাবার, কিছু খাবার ফিটনেস ও হার্টের জন্য ভালো নয় আমের রাজ্য চাঁপাইনবাবগঞ্জ এখন পূর্ণ মৌসুম পরিবেশ বাঁচাতে অবৈধ স্মার্ট পণ্য আমদানিতে কঠোর পদক্ষেপ দাবি, বিআইজেএফ বর্তমানে দেশে ১৭০০ মেগাওয়াটের বেশি লোডশেডিং চলছে, নসরুল হামিদ প্রথমবারের মতো বন্ধ হচ্ছে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র উৎপাদন
ডিপিএলের চলতি আসরের শেষ দিনে সেঞ্চুরির দেখা পেলেন সৌম্য
ডেস্ক রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০২৩-০৫-১৩
ডিপিএলের চলতি আসরের শেষ দিনে সেঞ্চুরির দেখা পেলেন সৌম্য

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের চলতি আসরের পুরোটা সময় ব্যাট হাতে ব্যর্থ ছিলেন সৌম্য সরকার। তবে শেষটা দারুণভাবে রাঙিয়েছেন । লিগের শেষ দিনে মোহামেডানের হয়ে খেলতে নেমে হাঁকিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি।

এদিকে, শনিবার (১৩ মে) সৌম্যর ১০২ রানে ইনিংসে ভর করে লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ৪ উইকেটের জয় পেয়েছে মোহামেডান। ২৯৯ রান তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১ বল হাতে রেখেই জয় নিশ্চিত করেছে সাদা-কালোরা। আসর শেষে টেবিলে তাদের অবস্থান পাঁচে।

অন্যদিকে, ফর্মহীনতায় গত বছরের নভেম্বর থেকে জাতীয় দলের বাইরে সৌম্য। পারফরম্যান্সের ধারায় ফিরতে পারছিলেন না ঘরোয়া লিগেও। যার কারণে ফেরা হচ্ছিল না লাল-সবুজ জার্সিতেও। এই বাঁহাতির উত্থানে বড় ভূমিকা ছিল বাংলাদেশের বর্তমান কোচ চন্ডিকা হাথুরুসিংহের।

তবে দ্বিতীয় দফায় টাইগারদের কোচের দায়িত্ব নেয়ার পর সৌম্যকে আবার ফেরাবেন কিনা এ নিয়ে প্রশ্নের মুখোমুখিও হয়েছিলেন লঙ্কান কোচ। হাথুরুসিংহে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, সৌম্য রান করছে না। রান করলে তবে আবার জাতীয় দলের জন্য বিবেচিত হবেন।

এদিকে, চলতি ডিপিএলে সৌম্যর পারফরম্যান্সের যে হাল ছিল তাতে কোনো কোচই তাকে ডাকার সাহস করার কথা না। রূপগঞ্জের বিপক্ষে আসরের শেষ ম্যাচে মাঠে নামার আগে মোহামেডানের হয়ে মাত্র একটি ফিফটি করেছিলেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ স্কোর ছিল ৪১। বাকিগুলো যথাক্রমে ১, ১৭, ৮, ১৩, ৯, ৮ এবং ২২। ১৯.৪৪ গড়ে সবমিলিয়ে রান ১৭৫। অথচ এ সৌম্যরই এক ইনিংসে ২০৮ রান করার রেকর্ড আছে।

তবে শেষটা রাঙিছেন সৌম্য। রূপগঞ্জের দেয়া ২৯৯ রান তাড়া করতে নেমে মোহামেডানের হয়ে খেলেছেন ১০২ রানের ইনিংস। ১১২ বল মোকাবিলায় তার ইনিংস ছিল ৭ চার ও ৪ ছক্কার মারে। 


শেয়ার করুন