বগুড়ায় শিবগঞ্জে তৃতীয় শ্রেণির শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ।আটককৃত ওই কিশোরকে রোববারই আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, শনিবার রাতে শিশুটির মা বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ ওই কিশোরকে আটক করে।
অন্যদিকে, ৮ মে সোমবার সকালে শিশুটিকে লুকোচুরি খেলার কথা বলে নিজ বাড়িতে ডেকে নেয় অভিযুক্ত কিশোর। বাড়িতে কেউ না থাকার সুযোগে শয়নকক্ষে শিশুটির মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করে। ধর্ষণের পর এই ঘটনা কাউকে জানাতে নিষেধ করে ছেড়ে দেয়। পরে ঐ শিশু বাড়ি ফিরে পরিবারের লোকজনকে ঘটনার বিস্তারিত জানায়।
এদকে, শিশুটির বাবা বলেন, ‘আমি অভিযুক্ত ছেলের পরিবারের সাথে বসে বিষয়টি মিমাংসা করতে চেয়ে ছিলাম। কিন্তু কয়েকদিন অপেক্ষা করেও তাঁদের পক্ষ থেকে কোন সাড়া পাইনি। পরে শনিবার রাতে আমার স্ত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।’
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছে, মামলা দায়ের পরেই অভিযুক্ত কিশোরকে রাতেই আটক করা হয়। রবিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।