০৫ জুন ২০২৩, সোমবার, ০২:২৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
অভিজ্ঞতা ছাড়াই দারাজে পার্ট টাইম চাকরি, ৩০০ জনকে নিয়োগ তীব্র দাবদাহর কারনে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা লাইভে এসে পরীমণির স্বামী রাজ যা বললেন নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ১৩ ধরনের জ্বালানি তেল ও পেট্রোলিয়াম পণ্যের দাম কমেছে হবিগঞ্জে বাস অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত, আহত অনেকেই ক্যানসারের ঝুঁকি বাড়ায় যেসব খাবার, কিছু খাবার ফিটনেস ও হার্টের জন্য ভালো নয় আমের রাজ্য চাঁপাইনবাবগঞ্জ এখন পূর্ণ মৌসুম পরিবেশ বাঁচাতে অবৈধ স্মার্ট পণ্য আমদানিতে কঠোর পদক্ষেপ দাবি, বিআইজেএফ বর্তমানে দেশে ১৭০০ মেগাওয়াটের বেশি লোডশেডিং চলছে, নসরুল হামিদ প্রথমবারের মতো বন্ধ হচ্ছে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র উৎপাদন
এবার শাকিবের সঙ্গে প্রথম ঈদের স্মৃতি জানালেন অপু বিশ্বাস
বিনোদন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৩-০৫-১৭
এবার শাকিবের সঙ্গে প্রথম ঈদের স্মৃতি জানালেন অপু বিশ্বাস

এবার শাকিবের সঙ্গে প্রথম ঈদের স্মৃতি জানালেন অপু বিশ্বাস। তারা ভালোবেসে বিয়ে করলেও কয়েক বছরের মাথায় ভেঙে যায় শাকিব খান ও অপু বিশ্বাসের সংসার।

অনেক দিন হল একসঙ্গে থাকেন না তারা আব্রাহাম খান জয় নামের ছয় বছর বয়সী তাঁদের একটি পুত্রসন্তান রয়েছে। ছেলের জন্য যদিও এখনও যোগাযোগ রয়েছে।

অনস্ক্রিন এই জুটি যে কবে বাস্তবেও এক হয়েছিলেন সে কথা টের পাননি কেউই। তবে সেগুলো এখন অতীত। অনেক দিন হল বিচ্ছেদ হয়েছে তাদের। কিন্তু স্মৃতি রয়ে গিয়েছে।

সেই স্মৃতিতেই ডুব দিলেন অপু। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারে দেওয়া সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানিয়েছেন, সম্পর্কে না থাকলেও ছেলের জন্য এখনও কোনো না কোনোভাবে শাকিবের সঙ্গে যোগাযোগ হয়।

কিছু দিন আগে নায়কের জন্মদিনেও নাকি রান্না করে পাঠিয়েছিলেন ছেলে আব্রাহাম খান জয়ের সঙ্গে রং মিলিয়ে শাকিবের জন্য পোশাকও কেনেন অপু।

শাকিবের সঙ্গে কাটানো প্রথম ঈদের স্মৃতিতে ফিরে গেলেন অপু। নায়িকাকে প্রশ্ন করা হয় প্রথম ঈদে একে অপরকে কী উপহার দিয়েছিলেন তারা।

প্রথমে প্রশ্নটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে লাজুক হাসি হেসে অপু বলেন, ‘সে সময় একটি কাজে দুবাই গিয়েছিলেন শাকিব। তখন সেখান থেকে আমার জন্য একটি গলার হার এনেছিলেন।

তা সোনার না হিরার, সেটা বলা যাবে না।’ আর শাকিবকে উপহারের প্রসঙ্গে অপুর জবাব, ‘আমার কানে অনেকগুলো ফুটো করা। ছোট ছোট কানের দুল পরি।

অন্য দিকে শাকিবেরও কানে ফুটো আছে। কিন্তু শুটিংয়ে বেশির ভাগ সময়ই সে দুল পরতে ভুলে যেত। তখন আমার যে কত কানের দুল ও নিয়েছে। বলত কন্টিনিউইটি আছে, আর দেওয়া যাবে না।’ যদিও শাকিবের জীবনে অপু এখন অতীত।

শবনম বুবলীর সঙ্গে পরে সম্পর্কে জড়িয়েছিলেন শাকিব। তাদেরও একটি ছেলে আছে। তবে বুবলীর সঙ্গে শাকিবের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে বিস্তর বিতর্ক। 

শেয়ার করুন