জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাতৃপ্রতিষ্ঠান মেটাকে প্রায় ১০৩ বিলিয়ন ডলার জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়নের ডেটা সুরক্ষা বিষয়ক নিয়ন্ত্রক সংস্থা ইউরোপিয়ান ডেটা প্রটেকশন বোর্ড। ইউরোপীয় সেবা গ্রহীতাদের ব্যক্তিগত তথ্য পাচারের দায়ে এই জরিমানা করা হয়েছে।
এদিকে, তথ্য পাচারের অভিযোগে এ পর্যন্ত ইউরোপীয় ডেটা প্রটেকশন বোর্ড এর সর্বোচ্চ জরিমানা এটি।
অন্যদিকে, আয়ারল্যান্ডের ‘ডেটা প্রটেকশন কমিশন এর মাধ্যমে আগামী ছয় মাস ফেসবুকের ইউরোপীয় সেবা গ্রহীতাদের ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াজাত করতে নিষেধাজ্ঞাও দেয়া হয়েছে।
ইউরোপের বিভিন্ন দেশে লাখ লাখ মানুষ ফেসবুক ব্যবহার করেন। তাই ব্যক্তিগত তথ্যের পাচারের পরিমাণও বিশাল এবং বেশ ধারাবাহিক ও পদ্ধতিগতভাবে এসব তথ্য পাচার হয়েছে বলে আমাদের অনুসন্ধানে এসেছে।
এদিকে মেটা জানিয়েছে, তারা এই রায়ের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবে। তাদের মতে, ইউরোপীয় ইউনিয়নের এই জরিমানা মেটার দুরভিসন্ধি বা গাফিলতির জন্য নয় বরং এটি একটি ‘আইনি জটিলতা’।
মেটা বিবৃতিতে আরো বলে, সমস্যাটি সমাধানের জন্য ইউরোপ ও যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকরা বৈঠক শুরু করেছেন। সমাধানে আসার পরিস্থিতিও তৈরি হচ্ছিল। তার মধ্যেই এই জরিমানা জারি করা হয়েছে।