গতকাল ইরান ইরাকের কুরদিস্তান অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে। এতে নিহত হয়েছে ইরাকের ১৩ জন বেসামরিক নাগরিক। নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু ছিলেন। এই ড্রোন হামলায় আহত হয়েছে কমপক্ষে ৫৮ জন।
বুধবার ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও সশস্ত্র হামলা চালালে প্রাণহানির ঘটনা ঘটে।
ইরান দাবি করেছে ইরাকের কুর্দিস্থান অঞ্চলে ইরান বিরোধী দলগুলোর ঘাঁটি ।
আছে। ঘাঁটিগুলোর ধ্বংস করার জন্য এই হামলা চালানো হয়েছে। জানা গেছে এই হামলায় নিহতদের ভেতর একজন গর্ভবতী নারীও ছিল।
এই হামলার অংশগ্রহণকারী ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বলছে তারা বিচ্ছিন্ন সন্ত্রাসী দের উপর হামলা চালিয়েছে। যারা ইরানের সাধারণ মানুষকে দাঙ্গায় অংশগ্রহণ করার জন্য উস্কানি দিয়ে আসছে।
পুলিশ হেফাজতে এক কোটি নারী মারা যাওয়ার পর হিজাব বিরোধী আন্দোলনে ইরান উত্তাল হয়ে উঠেছে। এ সময় আর ইরানের আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে ইরানের সাধারণ জনগণের সংঘর্ষে অর্ধশত মানুষ প্রাণ হারায়।
এদিকে বুধবার ইসলামিক রেভ্যুলেশন গার্ড বাহিনীর হামলা নিয়ে বিবৃতি প্রকাশ করে সেখানে বলা হয়, তারা কুর্দিস্তানের সন্ত্রাসী গোষ্ঠী কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টি ও কুর্দিস্তান ফ্রিডম পার্টি উপর নির্ভর ভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এছাড়াও গত চার দিনে তারা তৃতীয়বারের মতো এসব এলাকায় ড্রোন হামলা চালিয়ে শত্রুদের ব্যাপক ক্ষতি সাধন করেছে।
ইরানি শত্রুদের যতদিন পর্যন্ত পুরোপুরি দমন না করা হবে ততদিন পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে এমনই হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী।