০৫ জুন ২০২৩, সোমবার, ০২:৩৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অভিজ্ঞতা ছাড়াই দারাজে পার্ট টাইম চাকরি, ৩০০ জনকে নিয়োগ তীব্র দাবদাহর কারনে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা লাইভে এসে পরীমণির স্বামী রাজ যা বললেন নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ১৩ ধরনের জ্বালানি তেল ও পেট্রোলিয়াম পণ্যের দাম কমেছে হবিগঞ্জে বাস অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত, আহত অনেকেই ক্যানসারের ঝুঁকি বাড়ায় যেসব খাবার, কিছু খাবার ফিটনেস ও হার্টের জন্য ভালো নয় আমের রাজ্য চাঁপাইনবাবগঞ্জ এখন পূর্ণ মৌসুম পরিবেশ বাঁচাতে অবৈধ স্মার্ট পণ্য আমদানিতে কঠোর পদক্ষেপ দাবি, বিআইজেএফ বর্তমানে দেশে ১৭০০ মেগাওয়াটের বেশি লোডশেডিং চলছে, নসরুল হামিদ প্রথমবারের মতো বন্ধ হচ্ছে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র উৎপাদন
সূচকের উত্থানে ডিএসইতে লেনদেন বেড়েছে
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৩-০৫-২৩
সূচকের উত্থানে ডিএসইতে লেনদেন বেড়েছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ  ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সবগুলো সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ৯০০ কোটি টাকা। মঙ্গলবার (২৩ মে) পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবস শেষে ডিএসইতে লেনদেন বাড়লেও, কমেছে ‍সিএসইতে।

বাজার বিশ্লেষণ অনুযায়ী, ডিএসইতে ৯২০ কোটি ৩০ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭০৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ২১২ কোটি ৯০ লাখ টাকা।

ডিএসইতে মঙ্গলবার প্রধান সূচক ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ২৪ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩০৬ দশমিক ১৮ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক ৪ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭১ দশমিক ১৬ পয়েন্টে। আর ডিএস ৩০ সূচক বেড়েছে ৫ দশমিক ২১ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ২ হাজার ১৯৫ দশমিক ৮১ পয়েন্টে।

 এদিকে, মঙ্গলবার ডিএসইতে ৩৪৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৩৪টি কোম্পানির, কমেছে ৩৬টির ও অপরিবর্তিত রয়েছে ১৭৮টি কোম্পানির শেয়ারের দাম।

লেনদেনের শীর্ষে ছিল বাংলাদেশ শিপিং করপোরেশন। এ ছাড়া ইস্টার্ন হাউজিং, নাভানা ফার্মা, রূপালী লাইফ ইনস্যুরেন্স, জেমেনি সি ফুড, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, ওরিয়ন ইনফিউশন, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, চার্টার্ড ইন্স্যুরেন্স এবং এডভেন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।

 অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে এদিন কমেছে লেনদেন। লেনদেন হয়েছে ১৯ কোটি ৬১ লাখ টাকার শেয়ার। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৪ কোটি ৬২ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ৫ কোটি ১ লাখ টাকা।

সিএসইতেও বেড়েছে সব সূচকের মান। প্রধান সূচক সিএএসপিআই ৬০ দশমিক ৭৯ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ১৮ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৮২ দশমিক ৫৭ পয়েন্টে ও ১৩ হাজার ৪৪৮ দশমিক ৯০ পয়েন্টে।

এছাড়া সিএসই-৫০ সূচক ৩ দশমিক ১১ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ৩৫ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৭ দশমিক ৬৬ পয়েন্টে ও ১১ হাজার ১২১ দশমিক ৫৮ পয়েন্টে। আর সিএসআই সূচক অবস্থান করছে ১ হাজার ১৬৮ পয়েন্টে। সূচকটি বেড়েছে ৩ দশমিক ৫১ পয়েন্ট।

 প্রসঙ্গত, সিএসইতে ২১৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৯১টির, কমেছে ৩৭টি ও অপরিবর্তিত রয়েছে ৮৬টির কোম্পানির শেয়ার দর।


শেয়ার করুন