০৫ জুন ২০২৩, সোমবার, ০২:৪০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অভিজ্ঞতা ছাড়াই দারাজে পার্ট টাইম চাকরি, ৩০০ জনকে নিয়োগ তীব্র দাবদাহর কারনে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা লাইভে এসে পরীমণির স্বামী রাজ যা বললেন নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ১৩ ধরনের জ্বালানি তেল ও পেট্রোলিয়াম পণ্যের দাম কমেছে হবিগঞ্জে বাস অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত, আহত অনেকেই ক্যানসারের ঝুঁকি বাড়ায় যেসব খাবার, কিছু খাবার ফিটনেস ও হার্টের জন্য ভালো নয় আমের রাজ্য চাঁপাইনবাবগঞ্জ এখন পূর্ণ মৌসুম পরিবেশ বাঁচাতে অবৈধ স্মার্ট পণ্য আমদানিতে কঠোর পদক্ষেপ দাবি, বিআইজেএফ বর্তমানে দেশে ১৭০০ মেগাওয়াটের বেশি লোডশেডিং চলছে, নসরুল হামিদ প্রথমবারের মতো বন্ধ হচ্ছে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র উৎপাদন
ডেবে যাচ্ছে নিউইয়র্ক শহর
ডেস্ক রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০২৩-০৫-২৪
ডেবে যাচ্ছে নিউইয়র্ক শহর ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির সমস্ত ভবনের যৌথ ওজনের চাপে ডেবে যাওয়াই ক্রমান্বয়ে বিশ্বের অতিপরিচিত শহরটির জন্য মারাত্মক সমস্যা সৃষ্টি করতে পারে।সাম্প্রতিক এক গবেষণায় তথ্য পাওয়া গেছে বৈশ্বিক সমুদ্রপৃষ্টের উচ্চতা বাড়ার তুলনায় এই শহরের চারপাশে এ হার দ্বিগুণেরও বেশি।

এদিকে, ২০৫০ সাল নাগাদ বৃদ্ধির পরিমাণ ৮ থেকে ৩০ ইঞ্চির মাঝে দাঁড়াতে পারে।কারণ হিসেবে জীবাশ্ম জ্বালানি সম্পর্কিত জলবায়ু সংকটকেও গুরুত্বের সাথে দেখছেন গবেষকরা। যার কারণে ঘন ঘন ঘূর্ণিঝড় ও চরম মাত্রার বৃষ্টিপাত হচ্ছে।

অন্যদিকে, আর্থস ফিউচার জার্নালে প্রকাশিত ওই গবেষণাপত্রের লক্ষ্য ছিল উপকূলীয়, নদীর তীর বা হ্রদ সংলগ্ন এলাকায় উঁচু ভবনগুলো কীভাবে ভবিষ্যত বন্যার ঝুঁকি তৈরি করছে; তা পর্যবেক্ষণ। সম্ভাব্য বিপজ্জনক প্রভাবগুলো কমানোর জন্য ব্যবস্থার পরামর্শও দেয়া হয়।

নিউইয়র্ক শহরের পাঁচটি অঞ্চল জুড়ে বিদ্যমান দশ লাখ ৮৪ হাজার ৯৫৪টি ভবনের ওজন হিসাব করলে। এর মাঝে ছয় হাজারের বেশি আকাশছোঁয়া ভবন রয়েছে, যার ২৪৭টি ১৫০ ফুটের বেশি উঁচু। সব মিলিয়ে মোট ওজন ৭৬ হাজার ২০০ কোটি কেজি। অর্থাৎ, ১৯ লাখ সম্পূর্ণ লোডিং বোয়িং ৭৪৭-৪০০ এর সমান।

গবেষকরা বলেন, বছরে গড়ে প্রায় ১-২ মিলিমিটার দেবে যাচ্ছে নিউইয়র্ক। কিছু কিছু এলাকায় এ পরিমাণ সাড়ে ৪ মিলিমিটারতবে সব ডেবে যাওয়া ভবনের ওজনের কারণে নয়। কিছু ডেটা বলছে, খুব বেশি নরম মাটি ও কৃত্রিম উপায়ে ভরাট করে নির্মাণের চাপ পড়ছে মাটিতে।

আবার কিছু নিম্নমুখীতা ব্যাখ্যা করা কঠিন বলে জানান গবেষকরা। এর অনেক কারণ থাকতে পারে। যেমন শেষ বরফ যুগের পরে হিমবাহের শিথিলকরণ ও ভূগর্ভস্থ পানি তুলে আনা।গবেষণা অনুসারে লোয়ার ম্যানহাটন, ব্রুকলিন ও কুইন্সের কিছু এলাকা গড়ের চেয়ে দ্রুত গতিতে ডেবে যাচ্ছে।

প্রসঙ্গত, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির চেয়ে অবনমন আগাম বন্যার হুমকি সৃষ্টি করতে পারে।২০২২ সালের সেপ্টেম্বরের এক সমীক্ষায় দেখা গেছে, ৪৮টি সর্বাধিক জনবহুল উপকূলীয় শহরের মধ্যে ৪৪টি এমন এলাকা রয়েছে যেগুলো সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির চেয়ে দ্রুত উচ্চতা হারাচ্ছে। 

শেয়ার করুন