নারীর দেহ তল্লাশি করে মিললো আড়াই কেজি সোনা। চুয়াডাঙ্গার দর্শনা থানার অন্তর্গত বারাদী সীমান্ত দিয়ে ভারতে সোনা পাচারকালে বিজিবির হাতে আটক হয়েছেন এক নারী। বুধবার (২৪) দুপুরে সীমান্ত এলাকার নাস্তিপুর গ্রামের জোড়া কবরস্থান স্থান থেকে ওই নারী আটক হন। এসময় তার কাছ থেকে ২০টি সোনার বার উদ্ধার করা হয়।
আটক মোছা. শাহানারা (৪৮) চুয়াডাঙ্গার দর্শনা থানার অন্তর্গত নাস্তিপুর গ্রামের মৃত মো. কাশেমের স্ত্রী। চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞাপন চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, চোরাচালান হচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে বারাদী বিওপি কমান্ডার না. সুবেদার মো. আহসান কবীর সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত পিলার ৭৯/৬ আর থেকে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুর গ্রামের জোড়া কবরস্থান এলাকায় অবস্থান নেন।
দুপুর আনুমানিক ১টার দিকে ব্যাটারিচালিত একটি অটোরিকশা দর্শনা থেকে নাস্তিপুর সীমান্তের দিকে যেতে দেখলে বিজিবির সশস্ত্র টহল দল সেটির গতিরোধ করে। এসময় টহল দল অটোরিকশায় অবস্থানকারী ব্যক্তিবর্গের মধ্যে একজন বোরকা পরিহিত মধ্যবয়সী নারীকে সন্দেহ করে। পরে বিজিবির নারী সদস্যরা ওই নারীর দেহ তল্লাশি করলে লুকানো অবস্থায় দুটি প্যাকেট থেকে ২০টি সোনার বার উদ্ধার করে।
যার ওজন ২ কেজি ৩৪১ গ্রাম। এর আনুমানিক মূল্য ২ কোটি ৩৪ লাখ ১২ হাজার টাকার মতো। এ বিষয়ে হাবিলদার মো. ওবাইদুর রহমান দর্শনা থানায় একটি মামলা করে আটক আসামিকে হস্তান্তর করেছেন। একইসঙ্গে উদ্ধার সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।