প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন দুজন রোভার স্কাউট সদস্য।
পরিভ্রমণকারী রোভারবৃন্দ হলেন, সরকারি আজিজুল হক কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার রবিউল ইসলাম (দলনেতা), দিঘাপতিয়া এম কে কলেজ রোভার স্কাউট গ্রুপের মোঃ মোনোয়ার হোসেন।
দুজন রোভার স্কাউট সদস্য বগুড়া (জিরো) পয়েন্ট হতে সৈয়দপুর (নীলফামারী) পর্যন্ত ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পরিভ্রমণের উদ্দেশ্যে রোববার (১৬ অক্টোবর ২০২২) যাত্রা শুরু করেন। এ উপলক্ষে পরিভ্রমণকারী দলের কার্যক্রম উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ এলটি, স্কাউটার আতিকুল আলম,জেলা রোভার লিডার স্কাউটার নুরুদ্দিন মোহাম্মদ আলমগীর, স্কাউটার হাসান আলী।
পরিভ্রমণ পথে ১৬ অক্টোবর ২০২২ হতে ২০ অক্টোবর ২০২২ পাঁচ দিনব্যাপি এই প্রোগ্রামে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ অফিস ইত্যাদি পরিদর্শন করবেন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। আগামী ২০ অক্টোবর ২০২২ পরিভ্রমণ শেষ হবে বলে জানান পরিভ্রমণকারী দলের দলনেতা রোভার রবিউল ইসলাম ।
"এডিস মশা নিধন করি, ডেঙ্গু মুক্ত দেশ গড়ি '' এ স্লোগানে রোভাররা বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম এ অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।
এছাড়াও জলবায়ুর পরিবর্তন সম্পর্কে সচেতনতা তৈরি, সড়ক দুর্ঘটনা রোধে করণীয়, করোনা ভাইরাস প্রতিরোধ সম্পর্কে সচেতনতা সৃষ্টি, তথ্য প্রযুক্তি সম্পর্কে জ্ঞান দান ও মাস্ক বিতরণ সহ নানা সামাজিক কাজে অংশগ্রহন করবেন তারা।
উল্লেখ্য যে , রোভারিংয়ের সর্বোচ্চ অ্যাওয়ার্ড প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনে পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার, নৌকাযোগে ৩০০ কি.মি. অথবা বাইসাইকেলযোগে ৫০০ কি.মি. পরিভ্রমণ করতে হয়।