০৫ জুন ২০২৩, সোমবার, ০৩:২৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
অভিজ্ঞতা ছাড়াই দারাজে পার্ট টাইম চাকরি, ৩০০ জনকে নিয়োগ তীব্র দাবদাহর কারনে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা লাইভে এসে পরীমণির স্বামী রাজ যা বললেন নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ১৩ ধরনের জ্বালানি তেল ও পেট্রোলিয়াম পণ্যের দাম কমেছে হবিগঞ্জে বাস অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত, আহত অনেকেই ক্যানসারের ঝুঁকি বাড়ায় যেসব খাবার, কিছু খাবার ফিটনেস ও হার্টের জন্য ভালো নয় আমের রাজ্য চাঁপাইনবাবগঞ্জ এখন পূর্ণ মৌসুম পরিবেশ বাঁচাতে অবৈধ স্মার্ট পণ্য আমদানিতে কঠোর পদক্ষেপ দাবি, বিআইজেএফ বর্তমানে দেশে ১৭০০ মেগাওয়াটের বেশি লোডশেডিং চলছে, নসরুল হামিদ প্রথমবারের মতো বন্ধ হচ্ছে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র উৎপাদন
বিশ্বকাপ দেখতে স্পেন থেকে হেঁটে রওনা হয়ে বন্দী ইরানের কারাগারে
  • আপডেট করা হয়েছে : ২০২২-১০-২৭
বিশ্বকাপ দেখতে স্পেন থেকে হেঁটে রওনা হয়ে বন্দী ইরানের কারাগারে সান্তিয়াগো সানচেজকের পায়ে হেঁটে হাজার মাইল পাড়ি দেওয়ার নেশা এতটাই পেয়ে বসেছিল, স্পেন থেকে হেঁটেই রওনা দিয়েছিলেন কাতারে।

পায়ে হেঁটে হাজার মাইল পাড়ি দেওয়া তার নেশা। সুযোগ পেলে চলে যান প্রকৃতির মাঝে। পাহাড়-পর্বত বন-জঙ্গল ঘুরে বেড়ান তিনি। সান্তিয়াগো সানচেজকে এ নেশা এতটাই পেয়ে বসেছিল, স্পেন থেকে হেঁটেই রওনা দিয়েছিলেন কাতারে! উদ্দেশ্য? ফিফা বিশ্বকাপ মাঠে বসে দেখা। কিন্তু পথিমধ্যেই পড়ে যান বিপদে। 

 ভিসা না থাকায় সান্তিয়াগো সানচেজকে আটক করে কারাগারে পাঠিয়েছে ইরানের প্রশাসন। ইরানের একটি টেলিভিশন চ্যানেল জানিয়েছে, কুর্দিস্তান প্রদেশের সীমান্তবর্তী শহর সাকেজে ২ অক্টোবর আটক করা হয় স্পেনের নাগরিক সান্তিয়াগোকে। তাঁর সঙ্গে একজন অনুবাদক ছিলেন। দুজনকে গ্রেপ্তার করে রাজধানী তেহরানের একটি কারাগারে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত সেখানেই আছেন তারা।

বছরের শুরুতে সান্তিয়াগোর কাতারযাত্রার খবর স্পেনজুড়ে ছড়িয়ে পড়ে। রিয়াল মাদ্রিদের এই পাঁড় ভক্তকে সবাই শুভকামনা জানান। ৬ হাজার ৮০০ কিলোমিটার দীর্ঘ যাত্রাপথে সব সময় সর্বশেষ অবস্থানের তথ্য তিনি জানাতেন ইনস্টাগ্রামে। এই নিয়ে বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে। বেশ আলোচিত হয় তার এই ভিডিওগুলো। বিশ্বের সহ বিভিন্ন মানুষ তাঁর প্রশংসা করে।  শেষ বার্তায় লিখেছেন, ‘এখানে (ইরানে) গরম একটু বেশি। তবে ঠিক আছি।’

২ অক্টোবর ইরানের সীমান্তবর্তী প্রদেশ কুর্দিস্তানে পৌঁছান ৪১ বছর বয়সী এই স্প্যানিশ নাগরিক। পরিবারের সঙ্গে সেদিনই শেষবার যোগাযোগ হয় তাঁর। এর পর থেকেই নিখোঁজ। কোনোভাবেই সান্তিয়াগোর সন্ধান না মেলায় ১৭ অক্টোবর নিখোঁজ বিজ্ঞপ্তি দেন তাঁর মা-বাবা। এগিয়ে আসেন তেহরানে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত। তাঁর হস্তক্ষেপেই খোঁজ মেলে সান্তিয়াগোর।

সান্তিয়াগোর মা সেলিয়া কোগেদোর বলেন, প্রথম কয়েকদিন আমার তেমন কোনো চিন্তা করিনি। কিন্তু যখন আমার মেয়ে ও তার বন্ধুরা কোন খোঁজ পাচ্ছিলনা তখন আমরা একটি নিখোঁজ বিজ্ঞপ্তি দেওয়ার সিদ্ধান্ত নিলাম। 

সান্তিয়াগোর বন্ধু মিগুয়েল মনে করেন, ইরানে চলমান হিজাববিরোধী বিক্ষোভের জেরে তাঁর বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে, ‘পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ওকে আটকে রাখতে চাইবে।

সান্তিয়াগো চেয়েছিলেন, ইরানে পৌঁছে তেহরানভিত্তিক টিভি চ্যানেলে তাঁর অভিজ্ঞতা নিয়ে সাক্ষাৎকার দেবেন। এরপর বন্দর আব্বাসে গিয়ে নৌকায় পারস্য উপসাগর হয়ে কাতারে প্রবেশ করবেন। এর মধ্য দিয়ে তাঁর দুঃসাহসিক যাত্রার সফল সমাপ্তি ঘটত।


শেয়ার করুন