সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় দিনের ম্যাচে মুখোমুখি হয় ভারত-নেদারল্যান্ডস। ম্যাচ চলাকালীন সিডনির গ্যালারিতে ভারতের এক সমর্থক ৪৮ হাজার দর্শকের সামনে বিয়ের প্রস্তাব দিলেন তার বান্ধবীকে। বান্ধবীও 'হ্যাঁ' বলতে বেশি সময় নেননি। তাদের স্মরণীয় মুহূর্তটি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি।
সিডনিতে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সুপার টুয়েলভে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ব্যাট হাতে আধিপত্যের পাশাপাশি বল হাতেও দাপট দেখিয়ে পুরো ম্যাচে নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছিল রোহিত শর্মার দল। তারা ৫৬ রানের বড় ব্যবধানে ডাচদের হারিয়েছে।
ভারতের দেয়া ১৮০ রান তাড়া করতে মাঠে নেমে তখন ব্যাট করছিল ডাচরা। সপ্তম ওভারের দ্বিতীয় বল করার জন্য দৌড়াচ্ছিলেন ভারতের পেসার হার্দিক পান্ডিয়া আর ঠিক ওই সময়ে প্রেমিকাকে চমকে দেয়ার অপেক্ষায় থাকা যুবক হঠাৎ পকেট থেকে আংটি বের করে হাঁটু গেড়ে বসেন প্রেমিকার সামনে।
দর্শকের সামনেই বিয়ের প্রস্তাব দিলেন তার বান্ধবীকে, বান্ধবীও 'হ্যাঁ' বলে দিলো। তারপর ভালোবেসে একে অপরকে জড়িয়ে ধরেন । আশপাশের সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন এরপর দুজনের হাসিমুখের ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
তাদের স্মরণীয় মুহূর্তের ভিডিওটি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করেছে আইসিসি।