যুক্তরাজ্যের ইয়র্ক শহরে রাজা তৃতীয় চার্লস ও কুইন কনসোর্ট ক্যামিলাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার নর্দার্ন ইংল্যান্ডের এক অনুষ্ঠানে তাদের লক্ষ্য করে এক ব্যক্তি চারটি ডিম ছুড়ে মেরেছেন, ঘটনায় এরই মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে - খবর রয়টার্স
ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। দেখা যায়, নিক্ষেপের সময় বেশ কয়েকটি ডিম মাটিতে ভেঙে পড়ে। তবে কোনো ডিমই রাজা তৃতীয় চার্লস ও কুইন কনসোর্ট ক্যামিলার শরীর স্পর্শ করেনি।
ঘটনার সময় পুলিশ কর্মকর্তাদের ভিড়ের মধ্য থেকে এক ব্যক্তিকে ধরে নিয়ে আসতে দেখা যায়।
এদিকে পিএ সংবাদ সংস্থা জানিয়েছে, গ্রেফতারের সময় ওই ব্যক্তি চিৎকার করে বলতে থাকেন, দাসদের আত্মত্যাগের বিনিময়ে এই দেশ তৈরি হয়েছে।
ঘটনার সময় উপস্থিত জনতাকে ওই ব্যক্তিকে থামাতে দেখা যায় এবং তারা বলছিলেন: ঈশ্বর রাজাকে রক্ষা করুণ।
সূত্রে জানা যায়, যুক্তরাজ্যের আশপাশে একাধিক কার্যক্রমে অংশ নিতে ইয়র্ক ভ্রমণ করছেন চার্লস ও ক্যামিলা। ওই ব্যক্তি ডিম ছুড়ে মারলেও ব্রিটিশ রাজা ও কুইন কনসোর্ট ক্যামিলাকে ভিডিওতে বিচলিত হতে দেখা যায়নি। বরং তারা এই ঘটনার পর লোকজনের সঙ্গে কুশল বিনিময় করেন।
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তার বড় ছেলে সাবেক প্রিন্স অব ওয়েলস রাজা তৃতীয় চার্লস নাম নিয়ে সিংহাসনে বসেন। বর্তমান তার বয়স ৭৩ বছর।