কাতার বিশ্বকাপে বিশ্বের অন্যতম পরাশক্তি দল আর্জেন্টিনার বিপক্ষে ঐতিহাসিক জয় পায় সৌদি আরব। এরপরই সংবাদমাধ্যমের কাছে খবর বেরিয়েছিল যে সৌদি বাদশা এই ঐতিহাসিক জয়ের পুরস্কার হিসেবে সৌদি আরবের জাতীয় ফুটবল দলের প্রতিটি সদস্যকে বিলাসবহুল রোলস রয়েল গাড়ি পুরস্কার দিবেন।
কিন্তু সৌদি যুবরাজ কিংবা সৌদি রাজ পরিবারের পক্ষ থেকে সৌদি জাতীয় ফুটবল দলকে এমন কোন পুরস্কার দেওয়া হচ্ছে না। বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরবের জাতীয় ফুটবল দলের কোচ হার্ভে রেনার্ড। এ বিষয়ে সৌদি আরবের জাতীয় ফুটবল দলের কোচ আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিয়োগ পোস্ট এবং তেরি এক্সপ্রেস এর কাছে জানান।
মূলত আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো সৌদি আরবের জাতীয় ফুটবল দল সম্পর্কে সৌদি ফুটবল দলের কোচ হার্ভে রেনার্ডের সঙ্গে আলোচনা করেন। এসময় সাংবাদিকরা সৌদি যুবরাজ এর পক্ষ থেকে ফুটবলারদের পুরস্কারের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, এ কথা সত্য নয়। এখন কিছু পাওয়ার সময় নয়।
এর আগে ২২ শে নভেম্বর কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামেন সৌদি জাতীয় ফুটবল দলের সদস্যরা। শুরুতে আর্জেন্টিনার মত একটি শক্তিশালী দলের কাছে সৌদি আরব সহজেই পরাজিত হবে এমনটা ভাবল সে আশায় জল ঢেলে দেয় সৌদি ফুটবলাররা। সে ম্যাচে আর্জেন্টিনাকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে ইতিহাস গড়ে সৌদি আরব।
সৌদি আরবের কাছে বিশ্বের অন্যতম শক্তিশালী আর্জেন্টিনার পরাজয়কে ফুটবল বিশেষজ্ঞরা ফুটবল ইতিহাসে অন্যতম বড় অঘটন হিসেবে আখ্যা দিয়েছেন। আর্জেন্টিনাকে হারানোর পর সৌদি আরব জুড়ে জয়ের উল্লাস শুরু হয়। এ সময় অভিনন্দন জানাই সৌদি আরবের বর্তমান প্রধানমন্ত্রী এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এছাড়াও আর্জেন্টিনার জয় উপলক্ষে ২৩ নভেম্বর সৌদি আরবে ছুটি ঘোষণা করা হয়। মূলত সৌদির যুবরাজ যাপনের জন্য ছুটির প্রস্তাব করলে সৌদি আরবের বাদশা মোহাম্মদ সালমান তা অনুমোদন দেন।
এরপরই গুজব ওঠে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আর্জেন্টিনা জয়ের উপলক্ষে জাতীয় ফুটবল দলের সদস্যদের কে যুক্তরাজ্যের বিখ্যাত ব্র্যান্ডের গাড়ি উপহার দেবেন। কিন্তু সৌদি কোচ নিশ্চিত করলেন, এই কথা সত্য নয়।
তার আগে অবশ্য সৌদি আরব এবং আর্জেন্টিনা খেলায় সৌদি আরবের এক খেলোয়ার গুরুতর আহত হন। খেলার ভিডিও থেকে দেখা যায় খেলা চলাকালীন তিনি মুখমন্ডলে মারাত্মকভাবে আঘাত পান পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে জানা যায় তার হাড় ভেঙে গিয়েছে। এরপরই সৌদির যুবরাজ এবং সৌদি আরবের বর্তমান প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান খেলোয়াড় কে তার নিজস্ব প্রাইভেট বিমানের মাধ্যমে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠান। বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশ পেলে বিশ্বজুড়ে সৌদি যুবরাজ ব্যাপক প্রশংসিত হন।