প্রথমবারের নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ নারী ক্রিকেট দলের লজ্জার হার।শুক্রবার, ২ ডিসেম্বর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ নারী ক্রিকেট দলের মেয়েরা।
তবে স্বাগতিকদের বিপক্ষে দাঁড়াতেই পারল না তাঁরা। নিউজিল্যান্ডের ১৬৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নিগার সুলতানা জ্যোতিরা হেওে গেছে মাত্র ৩২ রানে। সিরিজের প্রথম ম্যাচে ১৩২ রানের বড় পরাজয়ে শুরু করল লাল-সবুজের নারী ক্রিকেট দল ।
নারী ক্রিকেট দলের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড গড়ে লাল-সবুজের নারী ক্রিকেট দল। ২০১৮ সালে কক্সবাজারে পাকিস্তানের বিপক্ষে ৩০ রানে অলআউট হয় নারী ক্রিকেট দল ।
শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড ক্রিকেট দল।স্বাগতিক দলের সোফি ডেভিন ও সুজি বেইটসের ব্যাটে ভর করে শুরু থেকেই বোলারদের ওপর চড়াও হয় নিউজিল্যান্ডের নারী ক্রিকেট দলের মেয়েরা।
তবে আউট হওয়ার আগে সোফি ডেভিন ৩৪ বলে ৪৫ রান করে। এছাড়া সুজি বেইটস ৩৩ বলে ৪১ রান করেন। তবে জাহানারা-আলমরা উইকেট পেলেও স্কোরবোর্ডে বড় সংগ্রহ রেকর্ড করে নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের চ্যালেঞ্জিং টার্গেট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে লাল-সবুজের ক্রিকেট দলের মেয়েরা। টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলেন রিতু মনি। তিনি ৬ রান করেছেন।তবে দুই অঙ্কের ঘরে যেতে পারেননি কেউই। ব্যাটসম্যানদের রানগুলো এক করলে লাল-সবুজের নারী ক্রিকেট দলের লজ্জার রেকর্ড গড়ার নমুনা সামনে আসে।
এদিকে কিউইদের হয়ে লিয়া তাহুহু চারটি এবং ফ্রান জোনাস দুটি উইকেট সংগ্রহ করেন। টি-টোয়েন্টি সিরিজের ৩ ম্যাচের পর তিনটি করে ওয়ানডে ম্যাচ খেলবে লাল-সবুজের নারী ক্রিকেট দল এবং নিউজিল্যান্ড।