হবিগঞ্জে এক যুবকের ইটের আঘাতে মো. জাহাঙ্গীর আলম (৪১) নামে এক নৌপুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় পুলক দাশ (২৮) নামে একজনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (৩০ জানুয়ারি) রাত ৯টার দিকে বানিয়াচঙ্গ উপজেলায় মাকুর্লী বাজারে এই ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলমের বাড়ি ময়মনসিংহ সদরে। তিনি ২ ছেলে ও ২ কন্যার পিতা। আটককৃত পুলক দাশ নবীগঞ্জ উপজেলার কাদিরগঞ্জ গ্রামের ক্ষীর মোহন দাশের ছেলে।
বানিয়াচঙ্গ থানার ওসি (তদন্ত) মো. আবু হানিফ জানান, আজ সোমবার রাত ৯টার দিকে মার্কুলী নৌ পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. জাহাঙ্গীর আলম তার এক সহকর্মীকে নিয়ে ফ্লেক্সিলোড করতে মার্কুলী বাজারে যান। এসময় পুলক দাস একটি ইট দিয়ে জাহাঙ্গীরকে মাথায় আঘাত করে। এতে জাহাঙ্গীর গুরুতর আহত হন।
মুমূর্ষু অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাকুর্লী নৌ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুস সালাম বলেন, মোবাইলে ফ্লেক্সিলোড ও ওষুধ কিনতে বাজারে গিয়েছিলেন জাহাঙ্গীর। জনৈক দুলালের দোকানে বসা থাকাবস্থায় এই ঘটনা ঘটে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।