জেনে নিন টনসিলের ব্যথা কমানোর ঘরোয়া উপায়। আমাদের শরীরের ভেতরে মুখ-গলা, নাক দিয়ে জীবাণু প্রবেশে বাধা দেওয়াই টনসিলের কাজ। কিন্তু বাধা দিতে গিয়ে অনেক সময় টনসিল নিজেই আক্রান্ত হয়ে পড়ে।
বিশেষ করে মৌসুম পরিবর্তনের সময় এই রোগে মানুষ বেশি আক্রান্ত হয়ে থাকেন। টনসিলে আক্রান্ত হলে ঢোক গিলতে ও কথা বলতেও অসুবিধা হয়, গলায় ব্যথার কারণে কাশতে গেলেও কষ্ট হয়। টনসিলের ব্যথা কমাতে নানা ওষুধ রয়েছে ঠিকই। কিন্তু ঘরোয়া উপায়েও এর মোকাবিলা করা যায়।
টনসিলের ব্যথা কমানোর ঘরোয়া উপায় লেবু-মধু : এক গ্লাস গরম পানিতে একটা পাতিলেবুর রস, ১ চামচ মধু ও একটু লবণ মিশিয়ে খান। টনসিলে ব্যথা হলে দিনের মধ্যে মাঝেমাঝেই তা পান করুন। গ্রিন টি ও মধু : আধ চামচ গ্রিন টি ও এক চামচ মধু দিয়ে মিনিট দশেক ফুটিয়ে নিন।
দিনে বার তিনেক এই চা খান। গ্রিন টি অ্যান্টিঅক্সিডেন্ট, এটি জীবাণুর সঙ্গে লড়তে সাহায্য করে। মধুর অ্যান্টিব্যাক্টেরিয়াল শক্তি টনসিলে সংক্রমণ ঠেকায়। হলুদ ও দুধ : এক কাপ গরম দুধে সামান্য হলুদ মিশিয়ে নিন। হলুদ অ্যান্টি ইনফ্লেমটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট। গলা ব্যথা দূর করতে এর জুড়ি মেলা ভার।
তাই হলুদ মেশানো গরম দুধ যেমন সর্দি-কাশি দূর করে, তেমনই টনসিলের ব্যথা দূর করতেও বিশেষ কার্যকর। ৪ ধরনের মানুষের জন্য রসুন বিষের সমান ৮ উপায় মেনে চললে ৩০ দিনের রান্নার গ্যাস চলবে ৬০ দিন ৮ উপায় মেনে চললে
৩০ দিনের রান্নার গ্যাস চলবে ৬০ দিন অলস স্বামীকে দিয়ে কাজ করানোর ৫ উপায় অলস স্বামীকে দিয়ে কাজ করানোর ৫ উপায় লাইফস্টাইল থেকে আরও আপনি কতটা আকর্ষণীয়?
মিলিয়ে নিন আপনি কতটা আকর্ষণীয়? মিলিয়ে নিন চুলায় শিক কাবাব তৈরির রেসিপি চুলায় শিক কাবাব তৈরির রেসিপি বিশ্বের সবচেয়ে দামি খাবার কোনগুলো? জেনে নিন বিশ্বের সবচেয়ে দামি খাবার কোনগুলো?