০৫ জুন ২০২৩, সোমবার, ০২:৪৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
অভিজ্ঞতা ছাড়াই দারাজে পার্ট টাইম চাকরি, ৩০০ জনকে নিয়োগ তীব্র দাবদাহর কারনে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা লাইভে এসে পরীমণির স্বামী রাজ যা বললেন নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ১৩ ধরনের জ্বালানি তেল ও পেট্রোলিয়াম পণ্যের দাম কমেছে হবিগঞ্জে বাস অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত, আহত অনেকেই ক্যানসারের ঝুঁকি বাড়ায় যেসব খাবার, কিছু খাবার ফিটনেস ও হার্টের জন্য ভালো নয় আমের রাজ্য চাঁপাইনবাবগঞ্জ এখন পূর্ণ মৌসুম পরিবেশ বাঁচাতে অবৈধ স্মার্ট পণ্য আমদানিতে কঠোর পদক্ষেপ দাবি, বিআইজেএফ বর্তমানে দেশে ১৭০০ মেগাওয়াটের বেশি লোডশেডিং চলছে, নসরুল হামিদ প্রথমবারের মতো বন্ধ হচ্ছে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র উৎপাদন
বগুড়ার চরে ভূট্টার বাম্পার ফলন
ডেস্ক রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০২৩-০৩-১১
বগুড়ার চরে ভূট্টার বাম্পার ফলন

বগুড়ার সারিয়াকান্দির চরে ভূট্টা চাষ করে চাষীদের ভাগ্য বদলাচ্ছে। গত বছরের তুলনায় চাষও হয়েছে দ্বিগুণ। উপজেলা কৃষি অফিস জানিয়েছে, এবার ফলন ও দাম ভালো থাকায় মৌসুমে ৭ হাজার ৫১০ মেট্রিক টন ভুট্টা উৎপাদন হবে বলে ।আর এ ভূট্টা ২৫৭ কোটি টাকায় বাজারে বিক্রি হবে বলে আশা করছে তারা। 

এদিকে, বাজারে দামও বেশ ভালো। চাষীরা জানিয়েছে, সারিয়াকান্দির চরের চাষীরা এ সময়ে বেশিভাগই মরিচ চাষ করতেন। তবে চাষাবাদে পরিবর্তন আনায় এ মৌসুমে ব্যাপকভাবে ভুট্টা চাষ হয়েছে। 

চাষীরা বলছেন, গত বছর  উপজেলার প্রায় ৩ হাজার হেক্টর জমিতে ভূট্টার চাষ করা হয়। এবার সেখানে দ্বিগুন প্রায় ৬ হাজার ৫১০ হেক্টর জমিতে এ চাষ করা হয়েছে।

তাঁরা আরো বলছেন,  ফসলে পরিশ্রম কম কিন্তু খরচ হয়েছিল প্রতি বিঘায় ৮-১০ হাজার টাকার । এরই মধ্যেই ভূট্টা জমি থেকে কাটা-মাড়াই শুরু হয়েছে। প্রতি বিঘায় ফলন পাচ্ছি ৪০ থেকে ৫০ মণ ভূট্টা। বাজারে বিক্রি করছি প্রায় ১ হাজার ৩০০ টাকা মণ। আশা করছি এ ফসলে ভালো লাভ থাকবে।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম বলেন, এ মৌসুমে আবহাওয়া ভালো থাকায় ভূট্টার ফলন ভালো হয়েছে। চরগুলো ভূট্টার চরে পরিণিত হয়েছে। চাষের সাথে জড়িত রয়েছে প্রায় ২২ হাজার কৃষক। তবে সরকার আরো ভালো পদক্ষেপ নিলে চাষীরা আরো উন্নত ফসল উৎপাদন করতে পারবে।



শেয়ার করুন