বাংলার বাঘিনীদের সামনে এবার ‘ইরান’ অগ্নিপরীক্ষা।গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইরানের বিপক্ষে মাঠে নেমে জিতলে পরের পর্বে উঠতে পারবে তাঁরা। আর হারলে আসর থেকে ছিটকে যাওয়ার শঙ্কা। রোববার (১২ মার্চ) বিকাল ৫টায় কমলাপুরে ম্যাচটি শুরু হবে।
এদিকে, একদিনের বিরতি দিয়ে আবারও ম্যাচ।বাঁচা-মরার লড়াইয়ে অধিনায়ক শামসুন্নাহার জুনিয়রকে পাওয়ার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবেন কোচ গোলাম রব্বানী ছোটন। ম্যাচের আগে জিম সেশনে মেয়েরা। বাংলাদেশের সামনে এবার 'ইরান' অগ্নিপরীক্ষা।
বাংলাদেশ দলের স্ট্রাইকার শাহেদা আক্তার রিপা বলেন,এশিয়ান জায়ান্টদের হারাতে পারলেই নিশ্চিত হবে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই পর্বের দ্বিতীয় পর্ব। ‘ওরা আমাদের খেলা দেখেছে, আর আমরাও তাদের খেলা দেখছি। তবে মাঠে গিয়ে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আমি মনে করি। আমাদের সমর্থক বেশি থাকবে, ফলে আমরা অ্যাডভান্টেজ পাব।’
এদিকে আকলিমা খাতুন বলেন, ‘তাদের দুই উইং খুবই ভালো। মাঝেও তারা ভালো খেলে, তবে আমাদের প্রতিটা পজিশনেই শক্তিশালী খেলোয়াড় রয়েছে।’
তবে, ইনজুরিতে বাংলার অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র। পায়ের লিগামেন্টের ব্যথায় হালকা গা গরম করলেন।
বাংলাদেশ নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, 'লিগামেন্টের ইনজুরি একটা বড় ইনজুরি। তার খেলার সম্ভাবনা কম, তবে তাও আমরা চেষ্টা করছি।'
র্যাংকিংয়ে অনেক এগিয়ে থাকা দলের বিপক্ষে জয়ের ইতিহাস খুব বেশি পুরনো নয়। আট মাস আগে মালয়েশিয়াকে ঘরের মাঠে মাটিতে নামিয়ে এনেছিল মেয়েরা। এবার ইরানের বিপক্ষেও কি হবে তাই? তাই আক্রমণাত্মক খেলার পরিকল্পনা কোচ ও খেলোয়াড়দের।