০৫ জুন ২০২৩, সোমবার, ০৩:৩০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
অভিজ্ঞতা ছাড়াই দারাজে পার্ট টাইম চাকরি, ৩০০ জনকে নিয়োগ তীব্র দাবদাহর কারনে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা লাইভে এসে পরীমণির স্বামী রাজ যা বললেন নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ১৩ ধরনের জ্বালানি তেল ও পেট্রোলিয়াম পণ্যের দাম কমেছে হবিগঞ্জে বাস অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত, আহত অনেকেই ক্যানসারের ঝুঁকি বাড়ায় যেসব খাবার, কিছু খাবার ফিটনেস ও হার্টের জন্য ভালো নয় আমের রাজ্য চাঁপাইনবাবগঞ্জ এখন পূর্ণ মৌসুম পরিবেশ বাঁচাতে অবৈধ স্মার্ট পণ্য আমদানিতে কঠোর পদক্ষেপ দাবি, বিআইজেএফ বর্তমানে দেশে ১৭০০ মেগাওয়াটের বেশি লোডশেডিং চলছে, নসরুল হামিদ প্রথমবারের মতো বন্ধ হচ্ছে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র উৎপাদন
হবিগঞ্জে চুনারুঘাটে স্ত্রী ও সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা
হবিগঞ্জ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২০২৩-০৩-২৩
হবিগঞ্জে চুনারুঘাটে  স্ত্রী ও সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা

হবিগঞ্জ জেলার চুনারুঘাটে  স্ত্রী ও সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন এক যুবক। পরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে গাদিশাইল গ্রাম থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ওই গ্রামের সূয্যুল হক (৪৫), তার স্ত্রী জেসমিন আক্তার (৩৫) ও সন্তান ইয়াছিন মিয়া (১০)। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিকেলে একটি গাছের মগডালে ঝুলন্ত অবস্থায় সূয্যুলের মরদেহ পাওয়া যায়। একই সময়ে বসতঘরের খাটের ওপর থেকে প্রতিবন্ধী সন্তান ও খাটের নীচ থেকে তার স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।’ হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এসএম মুরাদ আলি বলেন, ‘পরিবারটি অর্থনৈতিকভাবে অসচ্ছল। প্রাথমিক তদন্তে জানা গেছে, সূয্যুল হক তার স্ত্রী ও সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন।’

শেয়ার করুন